Valentines Day 2023:ডেটিংয়ের নতুন সাত-সতেরো
মনের মানুষ খোঁজ পেতে 'ডেটিং' -র কৌশল অচেনা নয়। তবে এই ডেটিং-র মধ্যেও এখনও অনেক রকমফের। তাই বুঝেশুনে এগোনো ভাল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযেমন 'ব্রেড ক্রাম্বিং'। শুনতে যেমনই লাগুক, এই ধরনের ডেটিংয়ে মনের কথাটি সরাসরি বলা নিয়ম নয়।
ছলে-বলে-কৌশল, ফ্লার্টভরা মেসেজ পাঠিয়ে ঠারেঠোরে মনের ভাব বোঝানোর নাম 'ব্রেড ক্রাম্বিং'।
'সিচুয়েশনশিপ'-র কথা শোনা? সম্পর্কের একেবারে গোড়ার দিকে যে ধূসর সময়টি থাকে, যখন কোনও প্রতিশ্রুতির পর্ব শুরু হয়নি, সেই সময়টাকে বলে 'সিচুয়েশনশিপ।'
ড্রাই ডেটিং তো রয়েছেই। নিয়ম একটাই। দেখা করার সময় অ্যালকোহল ছোয়া যাবে না।
কর্মক্ষেত্রের অবস্থা খুব একটা ভালো নয়। তা বলে মনের মানুষের থেকে দূরে থাকা যায়? পকেট বাঁচাতে তাই ইনফ্লা-ডেটিং-র ব্যবস্থাও রয়েছে।
কোনও মহার্ঘ রেস্তোরাঁ, কফিশপ বা পানশানা নয়, কথাবার্তা হোক সাধারণ জায়গায়। ইনফ্লা ডেটিংয়ের মূল মন্ত্র এটিই।
তবে এসবের মধ্যেই আরও একটি ব্যবস্থা রয়েছে। যেমন, 'গোস্টিং'। ধরা যাক, কেউ কোনও কারণ ছাড়াই হঠাৎ সমস্ত যোগাযোগ বন্ধ করে দিলেন। এর নাম 'গোস্টিং'। নতুন ট্রেন্ড বলছে, ডেটিং-দুনিয়ায় এই ধরনের পদক্ষেপও যথেষ্ট গ্রহণযোগ্য। (ছবি:PIXABAY)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -