Valentines Day 2023:ডেটিংয়ের নতুন সাত-সতেরো
Latest Dating Techniques:মনের মানুষ খোঁজ পেতে ডেটিং -র কৌশল অচেনা নয়। তবে এই ডেটিং-র মধ্যেও এখনও অনেক রকমফের। তাই বুঝেশুনে এগোনো ভাল। যেমন ব্রেড ক্রাম্বিং।
ডেটিংয়ের নতুন সাত-সতেরো
1/8
মনের মানুষ খোঁজ পেতে 'ডেটিং' -র কৌশল অচেনা নয়। তবে এই ডেটিং-র মধ্যেও এখনও অনেক রকমফের। তাই বুঝেশুনে এগোনো ভাল।
2/8
যেমন 'ব্রেড ক্রাম্বিং'। শুনতে যেমনই লাগুক, এই ধরনের ডেটিংয়ে মনের কথাটি সরাসরি বলা নিয়ম নয়।
3/8
ছলে-বলে-কৌশল, ফ্লার্টভরা মেসেজ পাঠিয়ে ঠারেঠোরে মনের ভাব বোঝানোর নাম 'ব্রেড ক্রাম্বিং'।
4/8
'সিচুয়েশনশিপ'-র কথা শোনা? সম্পর্কের একেবারে গোড়ার দিকে যে ধূসর সময়টি থাকে, যখন কোনও প্রতিশ্রুতির পর্ব শুরু হয়নি, সেই সময়টাকে বলে 'সিচুয়েশনশিপ।'
5/8
ড্রাই ডেটিং তো রয়েছেই। নিয়ম একটাই। দেখা করার সময় অ্যালকোহল ছোয়া যাবে না।
6/8
কর্মক্ষেত্রের অবস্থা খুব একটা ভালো নয়। তা বলে মনের মানুষের থেকে দূরে থাকা যায়? পকেট বাঁচাতে তাই ইনফ্লা-ডেটিং-র ব্যবস্থাও রয়েছে।
7/8
কোনও মহার্ঘ রেস্তোরাঁ, কফিশপ বা পানশানা নয়, কথাবার্তা হোক সাধারণ জায়গায়। ইনফ্লা ডেটিংয়ের মূল মন্ত্র এটিই।
8/8
তবে এসবের মধ্যেই আরও একটি ব্যবস্থা রয়েছে। যেমন, 'গোস্টিং'। ধরা যাক, কেউ কোনও কারণ ছাড়াই হঠাৎ সমস্ত যোগাযোগ বন্ধ করে দিলেন। এর নাম 'গোস্টিং'। নতুন ট্রেন্ড বলছে, ডেটিং-দুনিয়ায় এই ধরনের পদক্ষেপও যথেষ্ট গ্রহণযোগ্য। (ছবি:PIXABAY)
Published at : 14 Feb 2023 12:51 PM (IST)