Bollywood Updates: সারাক্ষণ স্ত্রীকে আগলে রাখলেন বিরাট, রেড কার্পেটে খোশগল্প ননদ-বৌদির, চাঁদের হাট মায়ানগরীতে
মুখ দেখিয়েই জীবিকা চলে তাঁদের। তাই উপস্থিতির দিকে বিশেষ নজর দিতে হয় বইকি! মুম্বইয়ে বিদেশি ব্র্যান্ডের ফ্যাশন শো-এ তাই চাঁদের হাট বসল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতারকা দম্পতি থেকে শিল্পপতি পরিবারের মেয়ে এবং তাঁর হবু বৌদি, রেড কার্পেট আলো করলেন জনপ্রিয় ব্য়ক্তিত্বরা। কেউ আবার এলেন একাও।
বৃহস্পতিবার বিদেশি লাইফস্টাইল ব্র্য়ান্ড ডিঅর-এর ফ্যাশন শো ছিল মায়ানগরীতে। সেখানেই দেখা মিলল একঝাঁক তারকার। তাতে চোখ ধাঁধিয়ে গেল পাপারাৎজিদেরও।
বরাবরের মতোই রেড কার্পেটে লাইম লাইট নিজেদের দিকে টেনে নিলেন বিরুষ্কা। লেমন ইয়েলো গাউনে অনবদ্য দেখাচ্ছিল অনুষ্কা শর্মাকে। ধূসর স্য়ুট এবং সাদা ক্য়ানভাস জুতোয় অনুষ্কাকে যোগ্য় সঙ্গত করেন বিরাট কোহলি। ছোট্ট ভামিকাকে বাড়িতে রেখে এই ফাঁকে একসঙ্গে সময় কাটানোও হয়ে গেল তাঁদের।
কয়েক ঘণ্টা আগেই ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছিলেন বিরাট। তাতে অনুষ্কা, তিনি এবং ভামিকাকে ট্রেকিং করতে দেখা যায়। ছবিতে বিরাটের বার্তা ছিল, সন্দেহের কোনও অবকাশ নেই তাঁর জীবনে। ভালবাসা নিয়েই বেঁচে রয়েছেন তিনি। আর তার পরই একসঙ্গে ধরা দিলেন তারকা দম্পতি।
এ দিন রেড কার্পেটে নজর কাড়েন ইশা আম্বানি এবং রাধিকা মার্চেন্টও। মুকেশ আম্বানির কন্যা ইশা, সম্প্রতি যমজ সন্তানের মা হয়েছেন। এ দিন গ্ল্যামারাস রূপেই দেখা গেল তাঁকে।
বরাবরের মতোই মিষ্টি উপস্থিতি ছিল রাধিকার। হবু ননদের সঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে ছবিও তোলেন রাধিকা।
রেড কার্পেটে তাঁদের সঙ্গে যোগ দেন একাধিক বন্ধুও। অনন্ত আম্বানির সঙ্গে বাগদান হয়ে গিয়েছে রাধিকার। তাঁদের বিয়ের জন্য অপেক্ষা করছেন অনুরাগীরা।
এ দিন রেড কার্পেটে ধরা দেন অর্জুন কপূরও। পরীক্ষা-নিরীক্ষার দিকে যাননি অর্জুন। সাদা-কালোকেই ভরসা করতে দেখা যায় তাঁকে।
তবে এ দিন একাই দেখা যায় অর্জুনকে। প্রেমিকা মালাইকা আরোরাকে দেখা যায়নি তাঁর সঙ্গে। তাই বলে পাপারাৎজির ক্যামেরায় পোজ দিতে ভোলেনি অর্জুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -