Bengali Serial: বাংলা ধারাবাহিকের শ্যুটিং বিদেশের মাটিতে, কেমন কাটছে নীল-তিয়াসার ব্যাংকক সফর?
এবার বাংলা ধারাবাহিকের শ্যুটিং ব্যাংককে! ধারাবাহিক 'বাংলা মিডিয়াম'-এর টিম পাড়ি দিয়েছিলেন বিদেশে, সেখানেই সদ্য শ্যুটিং শেষ করে ফিরেছেন তাঁরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅভিনেতা নীল ভট্টাচার্য্য (Neel Bhattacharyya) ও তিয়াসা রায় (Tiyasa Roy) সহ সবাই ব্যস্ত বিদেশের শ্যুটিংয়ে। গল্পের প্রয়োজনে অনেক ধারাবাহিকের শ্যুটিং রাজ্যের বাইরে হলেও সাধারণত বিদেশে শ্যুটিংয়ের প্রচলন খুব একটা দেখা যায় না।
তবে বাংলা মিডিয়াম (Bangla Medium)-এর গল্পের মোড় ঘোরানোর জন্যই চিত্রনাট্যকে নিয়ে যাওয়া হয়েছে বিদেশে।
ধারাবাহিকের প্রযোজক সুশান্ত দাস বলছেন, 'বাংলা মিডিয়াম এমন একটি মেয়ের গল্প, যে বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছে। তবে তার অর্থ এমন নয় যে সে ইংরাজি ভাষাটাকে পছন্দ করে না বা ঘেন্না করে। সে ইংরাজিতে সড়গড় নয়। এই সমস্যা বাংলা মিডিয়ামে পড়া প্রায় সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যেই দেখা যায়। বাংলা মিডিয়ামে পড়লে অনেকের মধ্যেই একটা আত্মবিশ্বাসের অভাব কাজ করে যে বিশেষ কোনও জায়গায় গিয়ে হয়তো সঠিকভাবে কথা বলা যাবে না। '
তিনি আরও বলেন, 'কিন্তু এই গল্প এমন একটি মেয়ের যে বাংলা মিডিয়ামে পড়ে, ইংরাজির ওপর নির্ভর না করেই নিজের বুদ্ধি দিয়ে সমস্ত পরিস্থিতি কাটিয়ে ওঠে, জয়ী হয়ে ফেরে। উপস্থিত বুদ্ধি, মেধা সবই তার রয়েছে, কোনও লড়াইতেই সে পিছিয়ে নেই। এই ধারাবাহিকটা পরিকল্পনা করা হয়েছিল এই কারণেই যাতে অনেক বাংলা মিডিয়ামে পড়া ছাত্রছাত্রীরা আত্মবিশ্বাস ফিরে পান।'
সুশান্ত আরও বলেন, 'তবে কেবল ভাষার গল্প নয়, এই ধারাবাহিকে রয়েছে প্রেমের গল্পও। গল্পের নায়িকা ইন্দিরা বাংলা মিডিয়ামের ছাত্রী বলে তাঁকে প্রথমে বিয়ে করতে চাননি গল্পের নায়ক বিক্রম। বাংলা মিডিয়ামে পড়া মেয়ের সঙ্গে তাঁর মিলবে না এই কারণেই বিয়েতে আপত্তি ছিল তাঁর। কিন্তু ধীরে ধীরে একে অপরের প্রেমে পড়ে তারা। এরপরেই ব্যাংকক সফর।'
তবে সেখানে গিয়ে কী প্রেমে ডুবতে দেখা যাবে নায়ক নায়িকাকে? বোধহয় নয়, প্রযোজক জানিয়েছেন, ব্যাংককে গিয়ে ষড়যন্ত্রের শিকার হবে ইন্দিরা। হারিয়ে যাবে সে।
এমনকি হারিয়ে যাবে তার পাসপোর্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসও। স্বামীর সাহায্য ছাড়া, ইংরাজি না জেনেও সে কিভাবে উপস্থিত বুদ্ধি দিয়ে ফিরে আসে সেই গল্পই দেখানো হবে ধারাবাহিকে।
ব্যাংককে শ্যুটিং করে উচ্ছ্বসিত তিয়াসা। বলছেন, 'আমরা পাটায়া আর ব্যাংককে শ্যুটিং করেছি। স্যানথম ব্রিজ, চকোলেট ভ্যালিতে শ্যুট করেছি। এই চকোলেট ভ্যালিটা স্বপ্নের মতোই সুন্দর। এছাড়াও সমুদ্রের ধারে শ্যুটিং চলেছে। চিত্রনাট্যে এতদিন বিক্রম আর ইন্দিরার মধ্যে একটা ভুল বোঝাবুঝি ছিল। এখন সেটা মিটে কাছাকাছি আসছে নায়ক নায়িকা।
তিয়াসা আরও বলেন, 'কিন্তু তার মধ্যেই একটা ঘটনায় আলাদা হয়ে যেতে হবে তাদের। একা ইন্দিরা ব্যাংককে কী করবে সেটাই বলবে গল্প।' সেইসঙ্গে তিয়াসা আরও বলেন, ইন্দিরা ভাল ইংরাজি জানে না। তাই কিছুটা ভাঙা ইংরাজিতে, কিছুটা ইশারায় মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করছে। এমন তো আমরা অনেকেই করি। মনে হয়, সাধারণ মানুষ খুব মিল পাবেন।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -