'Aparajita' Trailer Launch: বাবা-মেয়ের জটিল সম্পর্ক নিয়ে ১১ মার্চ আসছে 'অপরাজিতা'
সম্প্রতি শহরের এক নামী রেস্তোরাঁয় হয়ে গেল 'অপরাজিতা' ছবির গান ও ট্রেলার লঞ্চ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন তুহিনা দাস ও শান্তিলাল মুখোপাধ্যায়। বাবা-মেয়ের চরিত্রে দেখা যাবে তাঁদের।
রোহন সেনের পরিচালনায় আসতে চলেছে 'অপরাজিতা' ১১ মার্চ।
ছবিতে তুহিনার দিদির চরিত্রে রয়েছেন অমৃতা দে। তিনিই এই ছবির প্রযোজকও।
তুহিনার প্রেমিকের চরিত্রে রয়েছেন দেবতনু।
পারিবারিক ডাক্তারের চরিত্রে রয়েছেন রানা বসু ঠাকুর।
বাবা ও মেয়ের মধ্যে কথা না হওয়া এক জটিল অথচ মধুর সম্পর্ক কীভাবে একটি ডায়েরির মাধ্যমে পাতার পর পাতা চলতে থাকে, সেটাই ভেসে উঠবে জীবনের বড় পর্দায়।
'অপরাজিতা' এক মেয়ে এবং তাঁর বাবার সঙ্গে টানাপোড়েনের সম্পর্কের গল্প। যেখানে মেয়ে বা তার বাবা কেউ কারও সঙ্গে কথা বলে না একই বাড়িতে থাকা সত্ত্বেও। কোথাও না কোথাও তাদের দুজনের মধ্যেই ইগো কাজ করে, এবং তার পেছনে যুক্তিসঙ্গত কারণও রয়েছে। শুধুমাত্র একটি ডায়েরির মাধ্যমে তাদের দু'জনের মধ্যে যোগাযোগ রয়েছে।
অপরাজিতা একজন স্বাধীন মহিলা। সে এক কর্পোরেট কোম্পানিতে চাকুরিরতা। তার জীবনে এক প্রেমিক আছে। নাম সাহেব। বন্ধুর কাছেই সে তার রাগ, দুঃখ, অভিমান ব্যক্ত করতে পারে। অপরাজিতার বড় দিদি আমেরিকায় থাকেন। সাহেব বা তার দিদি কেউই অপরাজিতার সঙ্গে তার বাবার সম্পর্ক ঠিক করতে পারেনা।
তাদের পারিবারিক ডাক্তারও এই প্রজন্মের সামাজিক আর পারস্পরিক দূরত্বের বিষয়টি তুলে ধরেন। গল্প যত এগোতে থাকে, বাবা-মেয়ের সম্পর্ক তত জটিল হয়ে উঠতে থাকে। শেষমেশ এই সম্পর্কের পরিণতি কী হয় তাই নিয়েই এই ছবি। এই ছবিতে এমনই বিভিন্ন সাধারণ ঘটনা উঠে আসবে যা অনেকেই হয়তো নিজেদের চারপাশে বা নিজস্ব জীবনে অনুভব করে থাকেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -