Aranyer Dinratri: সুনীল-সাক্ষী রেখে ঘোষণা, পর্দায় 'অরণ্যের দিনরাত্রি'-র গল্প বলবেন জীতু, সোহিনী, অর্ণ
সুনীলসাক্ষী রেখে তাঁর গল্পকে ফের ফিরিয়ে পর্দার আনার ঘোষণা। সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে ঘোষণা করা হল 'অরণ্যের দিনরাত্রি' ফিরছে পর্দায়
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপর্দার সত্যজিৎ এবার সত্যজিৎ রায় পরিচালিত ছবিতে ! অভিনেতা জিতু কমল (Jeetu Kamal) যেন বার বার ঘিরে ধরে সত্যজিৎ স্মৃতি ।
তাঁর নতুন কাজও সেই কিংবদন্তির স্মৃতিমাখা । সুনীল গঙ্গোপাধ্যায় (Sunil Ganguly)-র জন্মদিনে (Birthday) ঘোষণা হল, পর্দায় ফিরছে অরণ্যের দিনরাত্রি (Aranyer Dinratri) ।
'অপরাজিত' জীবন বদলেছে জীতুর। একের পর এক চরিত্র আর ছবির অফার এসেছে তাঁর কাছে। পর্দার সত্যজিৎকে এবার সত্যজিৎ পরিচালিত ছবির চরিত্র হিসেবে দেখার অপেক্ষায় দর্শকেরা।
ছবিটির পরিচালনা করছেন অরুণ রায় (Arun Roy) । বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন জিতু কমল (Jeetu Kamal), সোহিনী সরকার (Sohini Sarkar) , কিঞ্জল নন্দ (Kinjal Nanda) , অর্ণ মুখোপাধ্যায় (Arna Mukherjee) , অনুষ্কা চক্রবর্তী (Anushka Chakrabory) ও অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা ।
সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে এই ছবির ঘোষণা করা হয় । লেখকের জন্মদিনে কেকও কাটা হয় । এদিন প্রকাশ্যে এসেছে ছবির প্রাথমিক পোস্টারও (Poster) । আর সেই পোস্টারে স্পষ্ট গল্পের অসীম (Ashim), সঞ্জয় (Sanjoy), হরি (Hori) এবং শেখরের (Sekhar) লুক ।
কলকাতার বাসিন্দাদের ছুটিতে পালামৌ বেড়ানোর অভিজ্ঞতাই নীললোহিতের এই উপন্য়াসের প্রাণ । আর সেই গল্পকেই ফের একবার নতুন মোড়কে পর্দায় তুলে ধরবেন অরুণ রায় ।
এখনও শুরু হয়নি এই ছবির শ্যুটিং । আগামী বছর পুজোর সময় এই ছবি মুক্তি পাবে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে । ছবিটির প্রযোজনা করছে প্রমোদ ফিল্মস ।
সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয়, অনুষ্ঠানে হাজির ছিলেন সমস্ত কলাকুশলীরাই। সবাই মিলেই পোস্টারের ছবি দেওয়া কেকে ছুরি চালান।
এখনও ছবির শ্যুটিংয়ের দিন জানা যায়নি। তবে, আগামী বছর পুজোতে দর্শকেরা এই ছবি দেখতে পাবেন বলে আশা করা যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -