Arjun Rampal Dhakkad Look: মাথা ভর্তি সাদা চুল! ‘ধকড়’ ছবির জন্য নতুন লুক অর্জুনের

কোথায় সেই কালো ফ্রেঞ্চকাট দাড়ি আর পুরনো হেয়ারস্টাইল! অর্জুন রামপালের নতুন লুকের ছবি দেখে অবাক নেটদুনিয়া! নিজেই নতুন লুকের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেতা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
কঙ্কনা রানাউতের নতুন ছবিতে দেখা যাবে অর্জুন রামপালকে। সেই নতুন ছবির জন্যই নয়া লুক অর্জুনের। এক ঝলক দেখলে চেনাই যায় না অভিনেতাকে।

মাথার পুরো চুলকেই সাদা রঙ করে ফেলেছেন অর্জুন। বদলেছেন হেয়ার স্টাইলও।
স্যালো থেকেই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে এই ছবিগুলি আপলোড করছেন অর্জুন। সঙ্গে ছিলেন তাঁর হেয়ার স্টাইলিস্টও।
ছবিগুলি শেয়ার করে অর্জুন লিখেছেন, 'ছবির জন্য এই বদলের প্রয়োজন ছিল। আমার লুক পরিবর্তন করাই ছিল নয়া চ্যালেঞ্জ।'
নতুন ছবি ধকড়ের জন্যই তাঁর এই লুক পরিবর্তন। সোশ্যাল মিডিয়াতেই হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিমকে ধন্যবাদ জানান তিনি। তাংকে 'লিটল জিনিয়াস' বলে প্রশংসাও করেন।
বলিউডের বহু তারকাকেই সাজিয়ে তোলেন তিনি। সইফ আলি খান, সঞ্জয় দত্ত, হার্দিক পাণ্ড্যরাও ভরসা করেন এই আলিমকেই।
অর্জুন লেখেন, এই লুকটা তাঁর পছন্দের কার্যত স্বপ্ন সত্যির মতই এই লুকটাকে বাস্তবায়িত করে দিয়েছেন তাঁর হেয়ার স্টাইলিস্ট।
‘ধকড়’ ছবির জন্যই অর্জুনের এই ভোলবদল। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে কঙ্গনা রানাউতকে। খল নায়ক রুদ্রবীরের চরিত্রে অভিনয় করবেন অর্জুন।
ছবি সৌজন্যে: অর্জুন রামপালের ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -