Diwali 2022: কম যান না কোনও অংশে, ভূমির দিওয়ালি পার্টিতে আকর্ষণের কেন্দ্রবিন্দু তারকা-সন্তানরাই
সারা বছর ছবির প্রদর্শনী লেগেই থাকে। তার উপর আজ এর জন্মদিন, তো কাল ওর বিয়ে। ছবির কাজের বাইরেও হাজিরা দিতে হয় নিয়ম করে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে দীপাবলির মরসুমের কথা আলাদা। আলোর উৎসবে একা একা বাড়িতে থাকা না পসন্দ তারকাদের। তাই আজ ইনি, তো কাল উনি, পালা করে চলছে ‘দিওয়ালি পার্টি’। এ বার ‘দিওয়ালি পার্টি’ দিলেন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর। বোনের সঙ্গে মিলে পার্টির আয়োজন করেন তিনি। সেখানেও চাঁদের হাট বসল কার্যত।
বিয়ের আগেও যুগলেই যেতেন সর্বত্র। বিয়ের পরও অন্যথা হয়নি। ভূমির দীপাবলির পার্টিতে হাজির হলেন রাজকুমার রাও এবং পত্রলেখা।
একসঙ্গে ছবিতে কাজ করেছেন রাজকুমার এবং ভূমি। পত্রলেখা নিজেও অভিনেত্রী। পারস্পরিক চেনা-পরিচিতি রয়েইছে। সেই মচো পরস্পরের সঙ্গে মিলিয়ে পোশাক পরে ধরা দিলেন রাজকুমার এবং পত্রলেখা।
চুটিয়ে প্রেম করছেন তাঁরা। তবে লুকোছাপা নেই একেবারেই। এই দীপাবলিতে একসঙ্গে আগেও একাধিক বার ধরা দিয়েছেন জ্যাকি ভাগনানি এবং রকুলপ্রীত সিংহ।
ভূমির পার্টিতেও হাতে হাত রেখেই ঢুকলেন জ্যাকি এবং রকুলপ্রীত। হাসিমুখে পোজ দিলেন। তবে সাবেকি শাড়ি বা লেহঙ্গায় নয়, সাহসী পোশাকে এলেন রকুলপ্রীত।
দিল্লি থেকে এসে মুম্বই জয় করেছিলেন বাবা। শাহরুখ খানের ছেলে আরিয়ানকে নিয়েও তাই প্রত্যাশা অনেক। মাঝে মাদক বিতর্কে ভাবমূর্তি নষ্ট হয় তাঁর। তবে বিখ্যাত বাবার ছেলে হওয়ায় তাঁর বিরুদ্ধে চক্রান্ত ছিল বলে মানছেন তদন্তকারীরাও।
তাই স্বাভাবিক জীবনে যাপনে ফিরতে দেখা যাচ্ছে আরিয়ানকে। ভূমির পার্টিতে তাঁকে দেখা গেল বোন ভূমির সঙ্গে। গাড়িতে চেপে ঢোকেন, গাড়িতে চেপেই বেরিয়ে যান।
বাবা-মা দু’জনেই বিখ্যাত। কিন্তু গ্ল্যামার দুনিয়ার বাসিন্দা হয়েও প্রচারের আলো থেকে দূরে থাকাই পছন্দ অজয় দেবগণ এবং কাজলের মেয়ে নাইসার। বিদেশেই পড়াশোনা তাঁর।
তবে ইদানীং বলিউডের পার্টি, ফ্যাশন উইকে দেখা যাচ্ছে। ভূমির পার্টিতেও গ্ল্যামারাস সাজে হাজির হলেন। সামনে আসনে বসা যুবক যদিও নজর কেড়েছেন। তিনি জাহ্নবী কপূরের ঘনিষ্ঠ বন্ধ বলে গুঞ্জন রয়েছে। এর আগে, একসঙ্গে বিদেশেও দেখা যায় জাহ্নবী-নাইসাকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -