Ayesha Jhulka Birthday: 'খিলাড়ি' নায়িকা আয়েশা জুলকার এখনকার ছবি দেখেছেন? চিনতে পারবেন তো?
আজ জন্মদিন বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী আয়েশা জুলকার। জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা তথ্যগুলি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'খিলাড়ি', 'যো জিতা ওহি সিকন্দর', 'দালাল' এবং আরও অনেক হিট ছবিতে অভিনয় করেছেন আয়েশা জুলকা। তাঁকে বেশ কিছু ছবিতে অতিথি শিল্পী হিসেবেও দেখা গিয়েছে।
জানা যায়, 'দালাল' ছবির শ্যুটিংয়ের সময় ছবি নির্মাতা পার্থ ঘোষ এবং প্রকাশ মেহরার সঙ্গে বচসায় জড়ান আয়েশা। কারণ, সেই ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যের জন্য তাঁর বডি ডাবল ব্যবহার করা হয়। অথচ, ছবিতে কোনওরকম ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করবেন না, আগেই জানিয়ে দিয়েছিলেন অভিনেত্রী।
পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে রাজী না হওয়া আয়েশা তাঁর শর্ত ভাঙেন 'আঁচ' ছবিতে। এই ছবিতে নানা পটেকরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ দৃশ্যে সরগরম হয় সেই সময়ের বিভিন্ন সংবাদমাধ্যম।
বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, বলিউড অভিনেতা নানা পটেকরের সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী। কিন্তু নানা পটেকরের অ্যাগ্রেসিভ ব্যবহারের জন্য সম্পর্ক ভাঙেন আয়েশা।
মিঠুন চক্রবর্তীর সঙ্গেও আয়েশা জুলকার সম্পর্কের গুঞ্জন রটে। যদিও দুই অভিনেতার কেউই সম্পর্কে অফিশিয়ালি শিলমোহর দেননি।
বাংলা ছবিতেও অভিনয় করেছেন আয়েশা জুলকা। কেরিয়ারের শুরু দিকে 'কথা দিলাম' নামের ছবিতে দেখা যায় তাঁকে। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে মুখ্য চরিত্রে অভিনয় করেন তিনি।
বর্তমানে পর্দায় খুব বেশি দেখা যায় না আয়েশা জুলকাকে। এখন হিন্দি ছবির পাশাপাশি ওড়িয়া, কন্নড় এবং দক্ষিণী ভাষার বেশ কিছু ছবিতে অভিনয় করেন তিনি।
তাঁকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'জিনিয়াস' ছবিতে। তবে, সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে খুবই সক্রিয় থাকেন অভিনেত্রী।
জন্মদিনের সকালে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মিষ্টি একটি ছবি পোস্ট করেছেন আয়েশা। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -