Ayushmann Khurrana: 'স্পার্ম ডোনর' থেকে দুঁদে পুলিশ অফিসার, ছকভাঙা অভিনয়ে বারবার বাজিমাত আয়ুষ্মানের
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানা। তিনি মূলত ছকভাঙা অভিনয়ের জন্যই খ্যাত। ছবি: আয়ুষ্মান খুরানার ইনস্টাগ্রাম
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৪ সেপ্টেম্বর, ৪০ পূর্ণ করলেন অভিনেতা। অভিনয়ের পাশাপাশি তিনি দারুণ গায়কও। এছাড়াও আবৃত্তিও করেন তিনি। ছবি: আয়ুষ্মান খুরানার ইনস্টাগ্রাম
তবে এবার তাঁর জন্মদিনে ফিরে দেখা যাক কিছু জনপ্রিয় চরিত্র। এমন কিছু চরিত্র যা মানুষকে ভাবতে বাধ্য করেছে। ছবি: আয়ুষ্মান খুরানার ইনস্টাগ্রাম
২০১২ সালে মুক্তি পায় 'ভিকি ডোনর'। আয়ুষ্মানের প্রথম ছবি। এই ছবিতে তাঁকে স্পার্ম ডোনরের চরিত্রে দেখা যায়। প্রথম ছবিতেই এমন একটি সাহসী চরিত্রে আত্মবিশ্বাসী অভিনয় নজর কাড়ে সকলের। ছবি: আয়ুষ্মান খুরানার ইনস্টাগ্রাম
২০১৫ সালে মুক্তি পায় 'দম লগাকে হাইসা'। রোম্যান্টিক কমেডি ঘরানার ছবি 'বডি পজিটিভিটি'র বার্তা দেয়। স্থূলকায় মহিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, প্রথমে আপত্তি কিন্তু ধীরে ধীরে মানুষটির প্রেমে পড়া। এই ছবি আয়ুষ্মানের কেরিয়ার বদলে দেয়। ছবি: আয়ুষ্মান খুরানার ইনস্টাগ্রাম
২০১৭ সালে মুক্তি পায় 'শুভ মঙ্গল সাবধান'। মুদিতের চরিত্রে ফের নজর কাড়েন তিনি। এই চরিত্রের 'erectile dysfunction' ছিল। রসবোধ ও আবেগের নিখুঁত সামঞ্জস্য বজায় রেখে প্রশংসিত হয় আয়ুষ্মানের অভিনয়। ছবি: আয়ুষ্মান খুরানার ইনস্টাগ্রাম
২০১৮ সালের 'অন্ধাধুন' প্রবল প্রশংসিত হয়। এক অন্ধ সঙ্গীতশিল্পী আকাশের চরিত্রে দেখা যায় তাঁকে। সেই সঙ্গে টানটান উত্তেজনা ও দুর্দান্ত গল্প। নজর কেড়েছিল তব্বু ও রাধিকা আপ্তের অভিনয়ও। ছবি: আয়ুষ্মান খুরানার ইনস্টাগ্রাম
২০১৮ সালেই মুক্তি পায় 'বধাই হো'। নকুলের চরিত্রে আয়ুষ্মান এই ছবিতে তাঁর মধ্যবয়স্কা মায়ের গর্ভবতী হওয়ার পরিস্থিতি কীভাবে সামাল দেয় সেটাই দেখার। নীনা গুপ্তাও নজর কাড়েন মায়ের চরিত্রে। ছবি: আয়ুষ্মান খুরানার ইনস্টাগ্রাম
২০১৯ সালে সকলের 'ড্রিম গার্ল' হয়ে হাজির হন আয়ুষ্মান। 'ফোন সেক্স অপারেটর' হিসেবে তিনি কাজ শুরু করেন, যে নিজের কণ্ঠ বদলে মেয়েদের মতো করতে পারতেন। ভিন্ন ধরনের চরিত্রে ফের বাজিমাত অভিনেতার। ছবি: আয়ুষ্মান খুরানার ইনস্টাগ্রাম
তবে শুধুই কমিক চরিত্রে না, আয়ুষ্মানের টানটান ছবি 'আর্টিকল ১৫' মুক্তি পায় ২০১৯ সালেই। গায়ে কাঁটা দেওয়া চিত্রায়ণ ও অভিনয় এবং ছবির গল্প। এই ছবি বলিউডের প্রথম সারির অভিনেতা হিসেবে নয়া স্বীকৃতি দেয় তাঁকে। ছবি: আয়ুষ্মান খুরানার ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -