Bangla Medium: পেশা বদলে তিয়াসা এবার শিক্ষিকা, প্রেমে পড়বেন নীলের?
স্বপ্ন দেখার কোনও ভাষা হয় না। স্বপ্ন সত্যিরও নয়। এই বার্তা নিয়েই আসছে নতুন ধারাবাহিক 'বাংলা মিডিয়াম'।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজি বাংলার ধারাবাহিকের জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য্য (Neel Bhattacharyya) ও তিয়াসা রায় (Tiasha Roy)-কে এবার দেখা যাবে স্টার জলসার ধারাবাহিক বাংলা মিডিয়াম (Bangla Medium)-এ।
১২ ডিসেম্বর থেকে রাত আটটার স্লটে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক।
এই গল্প কাটোয়ার এক গ্রামের স্কুলের বিজ্ঞান শিক্ষিকার। বাংলা মাধ্যমের স্কুল থেকে পড়েই গ্রামের খুদেদের পড়ায় সে। ইতিমধ্যেই ২টো চাকরির অফার পায় সে।
এর মধ্যে একটি শহরের একটি ইংরাজি মাধ্যমের স্কুল থেকে। বাড়িতে তাকে বলা হয় বাংলা মিডিয়াম স্কুলকেই বেছে নেওয়ার জন্য।
কিন্তু সে মেয়ে একরোখা। বাংলা মাধ্যম স্কুলের ছাত্রীই ইংরাজি মাধ্যমের স্কুলের শিক্ষিকা হবে। তারপর? এই গল্প নিয়েই এগিয়ে যাবে ধারাবাহিক।
ধারাবাহিকের নায়িকার নাম ইন্দিরা। তাঁর চরিত্রেই দেখা যাবে তিয়াসাকে। অন্যদিকে নীলের চরিত্রের নাম হবে বিক্রম। নীলের দিদি সুহানার ভূমিকায় দেখা যাবে সম্পূর্ণা লাহিড়িকে।
কৃষ্ণকলি' (Krishnakali) ধারাবাহিকে দর্শকদের নজর কেড়েছিল নীল ও তিয়াসার জুটি। দীর্ঘ সময় ধরে চলেছিল এই ধারাবাহিক। তিয়াসা অভিনয় করেছিলেন এক গায়িকার ভূমিকায়। আর এবার সেই গায়িকাই শিক্ষিকা।
এদিনের সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন ধারাবাহিকের সমস্ত কলাকুশলীরাই। একেবারে গল্পের চরিত্রের মতো পোশাকেই হাজির হয়েছিলেন নীল, তিয়াসা, সম্পূর্ণারা।
ধারাবাহিকটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন সুশান্ত দাস। এর আগে 'কে আপন কে পর', 'তিতলি', 'আলতা ফড়িং'-এর মতো সফল ধারাবাহিক এসেছে তাঁর হাত ধরেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -