'Hawa': শীঘ্রই ভারতে মুক্তি পাচ্ছে 'হাওয়া', শহরে ছবির গোটা টিম
অস্কারের জন্য বাংলাদেশের নির্বাচিত ছবি ‘হাওয়া’-র প্রচারে আজ কলকাতায় হাজির হয়েছিলেন নাজিফা তুশি আর পরিচালক মেজবাউর রহমান সুমন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'হাওয়া' বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে নতুন হাওয়া এনেছে। এখন সারা ভারতে প্রদর্শিত হচ্ছে এই ছবি। এটি আগামী ১৬ ডিসেম্বর, কলকাতা ও পশ্চিমবঙ্গে এবং ৩০ ডিসেম্বর, ভারতের বাকি অংশে মুক্তি পাবে।
আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অভিনেত্রী নাজিফা তুশি, ও পরিচালক মেজবাউর রহমান সুমন। অভিনেতা চঞ্চল চৌধুরী ভার্চুয়ালি অংশ নেন প্রচারে। বাবার অসুস্থতার জন্য কলকাতায় আসেননি তিনি।
'হাওয়া', মিথ, ফ্যান্টাসি এবং রহস্য ঘরানার ছবি যা ২৯ জুলাই বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পরপরই দেশের সিনেপ্রেমীদের কাছ থেকে ব্যাপক সাড়া পায়। মুক্তির চার মাস পরেও এটি এখনও প্রেক্ষাগৃহে রয়েছে। ব্যবসাও করছে।
সমালোচকদের দ্বারা বিপুল প্রশংসিত এই ছবি। দেশ-বিদেশের একাধিক চলচ্চিত্র উৎসব ও ইভেন্টে দেখানো হয়েছে এই ছবি।
আগামী বছরের ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অর্থাৎ অস্কারে 'সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম' বিভাগে মনোনীত হয়েছে।
ভারতেও 'হাওয়া'-এর বড় মাইল ফলকের প্রত্যাশায় রয়েছেন আয়োজকরা। খুবই উচ্ছ্বসিত ভারতে ছবির ডিস্ট্রিবিউটর শ্রী অজয় কুমার কুণ্ডু ও শ্রেয়শী সেনগুপ্ত।
ফেসকার্ড প্রোডাকশনের ব্যানারে মেজবাউর রহমান সুমনের গল্প ও সংলাপে 'হাওয়া'র চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, সুকর্ণ শাহেদ ধীমান ও জাহিন ফারুক আমিন।
অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুশি, সরিফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল প্রমুখ।
এই ছবি ভারতে সাবটাইটেল-সহ মুক্তি পাবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -