BJP Parliamentary Party meet: মোদি ঢুকতেই জয়জয়কার, মালা পরালেন নাড্ডা
সম্প্রতি গুজরাতে রেকর্ড জয় পেয়েছে বিজেপি। হিমাচল প্রদেশ, দিল্লি পুরসভা হাতছাড়া হলেও গুজরাতের বিপুল জয় যেন সবকিছুর উপর প্রলেপ দিয়ে দিয়েছিল। তারপর বুধবার আয়োজিত হল বিজেপির সংসদীয় দলের বৈঠক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখে হাততালি দিয়ে স্বাগত জানানো হয়। তাঁকে সংবর্ধনাও জানানো হয়।
সূত্রের খবর, গুজরাতের ভোটের ফলের জন্য সেখানকার বিজেপি রাজ্য সভাপতি সিআর পাতিলের দরাজ প্রশংসা করেন নরেন্দ্র মোদি।
যদি সব রাজ্যে বিজেপির সংগঠন, গুজরাতের সংগঠনের মতো কাজ করে তাহলে সহজেই এমন ফল মিলবে বলে মন্তব্য করেন নরেন্দ্র মোদি।
ওই মিটিংয়ে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভারতীয় অর্থনীতির বৃদ্ধি নিয়ে একটি প্রেজেন্টেশন দেন। ভারতে মূল্যবৃদ্ধি লাগামে রাখা গিয়েছে বলেও জানান।
বৈঠকে পাশাপাসি বসতে দেখা যায় নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডা, রাজনাথ সিং, পীযূষ গোয়েলকে।
সংসদীয় দলের বৈঠকে একফাঁকে অভিনেতা-বিজেপির সাংসদ মনোজ তিওয়ারি।
ভারতে G20 সামিটে ভারতের ঐতিহ্য ও সংস্কৃতির নানা দিক তুলে ধরার জন্য অনুরোধ জানান মোদি।
সম্প্রতি গুজরাতে রেকর্ড জয় পেয়েছে বিজেপি। বিধানসভার রেকর্ডে সবচেয়ে বেশি আসন পেয়েছে পদ্মশিবিরি। ভোট শতাংশেও বিপুল সমর্থন মিলেছে।
যদিও হিমাচলে হারাতে হয়েছে মসনদ। যদিও হিমাচলের বিধানসভা ভোটের ট্রেন্ড অনুযায়ী পরপর ২ বার এক দল ক্ষমতায় আসতে পারে না। আগেরবার হিমাচলে মসনদে ছিল বিজেপি। এবার এল কংগ্রেস। যদিও ভোট শতাংশে খুব বেশি পার্থক্য নেই। সব ছবি: PTI
- - - - - - - - - Advertisement - - - - - - - - -