Bappi Lahiri Demise: মা সোনার হার দিয়েছিলেন, তারপরেই প্রথম ব্লকবাস্টার
সোনার প্রতি সদ্য প্রয়াত সঙ্গীতশিল্পী বাপি লাহিড়ির অনুরাগের কথা সবারই জানা। কিন্তু কেন সোনা এত ভালবাসতেন তিনি? এক সাক্ষাৎকারে সে কথা জানিয়েছিলেন তিনি। ছবি সৌজন্যে https://www.instagram.com/bappilahiri_official_/
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেই সাক্ষাৎকারে বাপি লাহিড়ি জানিয়েছিলেন, ‘আমার মা আমাকে একটা সোনার হার দিয়েছিলেন। তাতে হরে রাম হরে কৃষ্ণ লকেট ছিল। এরপরেই আমার প্রথম ব্লকবাস্টার জখমি। মা আমাকে সোনার হার দিয়ে বলেছিলেন, এতে আমার ভাল হবে। এরপর থেকে আমি যত সোনার হার পেয়েছি, ততই বক্স অফিসে সাফল্য এসেছে।’ ছবি সৌজন্যে https://www.instagram.com/bappilahiri_official_/
বাপি লাহিড়ি আরও জানান, ‘আমি সবসময় পরিবারের লোকজনের কাছ থেকে সোনা পেয়েছি। আমার মায়ের পরে স্ত্রী চিত্রাণী একটা সোনার হার উপহার দেয়। তার সঙ্গে গণেশের বড় লকেট ছিল। ১৯৭৭ সালে আমার জন্মদিনে এই উপহার দেয় স্ত্রী। এরপরেই ‘আপ কি খাতির’, ‘বোম্বাই সে আয়া মেরা দোস্ত’-এর মতো দুর্দান্ত সাফল্য পাই।’ ছবি সৌজন্যে https://www.instagram.com/bappilahiri_official_/
বাপি লাহিড়ি আরও জানান, ‘আমার কাছে সাতটি সোনার হার আছে। গণেশ আমার জীবনে বড় পরিবর্তন আনেন। আমি সিদ্ধিবিনায়ক ও লালবাগচা রাজার ভক্ত। একদিন আমি স্বপ্নে আদেশ পাই, বুকে গণপতি রাখতে হবে। এরপরেই গানের জন্য গিনেস বুকে আমার নাম ওঠে।’ ছবি সৌজন্যে https://www.instagram.com/bappilahiri_official_/
সোনা উপহার পাওয়ার বিষয়ে বাপি লাহিড়ি আরও জানান, ‘আমার জন্মদিনে মেয়ে রিমা বড় একটা সোনার হার উপহার দেয়। তাতে মা সরস্বতীর লকেট আছে।’ ছবি সৌজন্যে https://www.instagram.com/bappilahiri_official_/
বাপি লাহিড়ি যেখানেই যেতেন, সোনার গয়না পরে থাকতেন। সোনার গয়না ছাড়া তাঁকে দেখা যেত না। তাঁর প্রতিটি সোনার হারে একজন করে দেবতার লকেট আছে। সেই কারণে তিনি গয়না পরেই থাকতেন। ছবি সৌজন্যে https://www.instagram.com/bappilahiri_official_/
বাপি লাহিড়ি নিজেই জানিয়েছিলেন, তাঁর এত বেশি সোনার গয়না আছে, এত ওজন নিয়ে তিনি বিদেশে যেতে পারতেন না। শুধু দেব-দেবীর লকেট সহ সোনার হার পরেই বিদেশে যেতেন। দেশে থাকার সময় অবশ্য ছবিটা বদলে যেত। ছবি সৌজন্যে https://www.instagram.com/bappilahiri_official_/
একটি প্রতিবেদনে জানা যায়, বাপি লাহিড়ির মোট সম্পত্তি ২২ কোটি টাকার। তিনি বলিউডের ছবিতে একেকটি গানের জন্য নিতেন ৮ থেকে ১০ লক্ষ টাকা করে। একঘণ্টার অনুষ্ঠানের জন্য তিনি নিতেন ২০ থেকে ২৫ লক্ষ টাকা। চ্যারিটির জন্যও তিনি বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতেন। ছবি সৌজন্যে https://www.instagram.com/bappilahiri_official_/
সবসময় সাত-আটটি সোনার হার পরে থাকতেন বাপি লাহিড়ি। সোনার গয়না তাঁর জন্য পয়মন্ত ছিল বলেই মনে করতেন তিনি। ছবি সৌজন্যে https://www.instagram.com/bappilahiri_official_/
মুম্বইয়ে যে বাড়িতে বাপি লাহিড়ি থাকতেন, সেটি তিনি ২০০১ সালে কেনেন। এই বাড়ির মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা। বিএমডব্লু, অডি, টেসলা এক্সের মতো বিলাসবহুল গাড়িও আছে প্রয়াত সঙ্গীতশিল্পীর। ছবি সৌজন্যে https://www.instagram.com/bappilahiri_official_/
- - - - - - - - - Advertisement - - - - - - - - -