ABP Exclusive: মন্দারমণিতে শেষ হল 'আম্রপালি'র নতুন গানের শ্যুটিং, রইল ছবি
শেষ হল 'আম্রপালি' ছবির নতুন গানের শ্যুটিং। রাজা চন্দের পরিচালনায় ছবির মুখ্য চরিত্রে আছেন বনি সেনগুপ্ত, সোমরাজ মাইতি ও আয়ুষী তালুকদার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছবির বেশিরভাগ অংশের শ্যুটিং হয়েছে বোলপুরে। ছবির চিত্রনাট্য লিখেছেন রাজা চন্দ নিজেই।
ছবিতে উঠে আসবে ত্রিকোণ প্রেমের গল্প ও সেই সঙ্গে রাজনৈতিক প্রেক্ষাপটও থাকবে।
ছবিতে প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে সোমরাজ ও আয়ুষীকে। একটি ত্রিকোণ প্রেমের গল্পকে কেন্দ্র করে এগিয়েছে এই ছবি।
ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়।
সূত্রের খবর, ছবিতে বেশ ভিন্ন ধরণের একটি চরিত্রে দেখা যাবে বনি সেনগুপ্তকে।
ছবির গানের শ্যুটিং হয়েছে মন্দারমনির সমুদ্র সৈকতে। সেই শ্যুটিংয়েরই কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে।
প্রেমের গানেরই যে শ্যুটিং চলছিল তা ছবি দেখেই স্পষ্ট। লাল পোশাকে নজরকাড়া আয়ুষী।
ত্রিকোণ প্রেমের পাশাপাশি এই ছবিতে রয়েছে রাজনৈতিক টানাপোড়েনের গল্পও। চিত্রনাট্যে সোমরাজের বাবা চান তাঁর ছেলে গ্রামে গিয়ে রাজনীতির ভিতটা মজবুত করুক। কিন্তু গল্প মোড় নেয় অন্যদিকে।
রিয়েল লাইফ বান্ধবী আয়ুশীর সঙ্গে প্রথমবার কাজ সোমরাজের। সোমরাজ ও আয়ুষীর অফস্ক্রিন রোম্যান্স অনস্ক্রিনে কতটা জমে ওঠে এখন অপেক্ষা সেটাই দেখার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -