Bengali Theatre: মেলবোর্নের মাটিতে বাংলার সংস্কৃতিকে ভালবাসতে শেখাচ্ছে নাট্যদল 'ছায়ানট'
কলকাতার বাইরে গেলে যে বাঙালি বাংলা ভোলে, এমনটা বোধহয় সবসময় হয় না। অনেকেই বিদেশে গিয়েও আঁকড়ে ধরেন বাংলাকে। চর্চা করেন বাংলার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঠিক যেমনটা ঘটেছে 'ছায়ানট'-এর ক্ষেত্রে। মেলবোর্নের কিছু প্রবাসী বাঙালি মানুষ মিলে, তৈরি করেছেন এই নাট্যগোষ্ঠীকে। কেবলমাত্র বাংলা আর বাংলার সংস্কৃতিকে ভালবেসেই।
২০২০ সালে, মাত্র ৪জন মিলে তৈরি করেছিলেন 'ছায়ানট'। প্রথম উপস্থাপনা ছিল একটি শ্রুতিনাটক। সেই সময়ে মঞ্চে নাটক করার মতো পরিস্থিতি ছিল না। সেই শ্রুতিনাটক প্রকাশিত হয়েছিল ইউটিউবে।
চার বছর ধরে চলা এই নাটকের দল তুলে ধরেছে বাংলার বিভিন্ন নাটক থেকে শুরু করে হিন্দি ভাষার নাটককেও। মনোজ মিত্রর বিখ্যাত নাটক কেনারাম বেচারাম, ‘সত্তি ভূতের গপ্পো’, উপস্থানা করেছে।
শুধু বাংলা নয়, হিন্দীতে রামায়ন এবং মন্চায়ন -এর মতো নাটকও মেলবোর্নের মঞ্চে উপস্থাপিত করেছেন তাঁরা। বিদেশের মানুষদের কাছে, ভারতীয় সংস্কৃতির মাধুর্য্যকে পৌঁছে দেওয়াই এই দলের উদ্দেশ্য।
কেবল প্রাপ্তবয়স্করা নন, 'ছায়ানট'-এ যুক্ত রয়েছে বিভিন্ন বয়সের কিশোর কিশোরীরাও। বিদেশে থেকেও যে তারা একাত্ম হতে পারে দেশের সঙ্গে, সেই চেষ্টাই করে যায় ছায়ানট। সদ্য এই দলের খুদের স্নো হোয়াইট নাটকটিও মঞ্চস্থ করেছে।
WOMPA: West of Melbourne Performing Arts -এ জাজ’স স্পেশাল মেনশন এবং পিপল’স চয়েস বেস্ট প্রডাকশন পুরস্কার পেয়েছে 'ছায়ানট'। সেরা ১০টি নাটকের স্ক্রিপ্টের মধ্যে একটি ছিল 'ছায়ানট'-এর।
এখন ‘ছায়ানট’-এর পরিকল্পনা মনোজ মিত্রর নতুন নাটক ‘আঁখি পল্লব’। এটি মঞ্চস্থ হবে ২১ এ জুলাই।
এখন জোরকদমে চলছে আগামী নাটকের প্রস্তুতি। ছায়ানটের আশা, প্রত্যেক মেলবোর্নবাসীকেই মুগ্ধ করবে এই নাটকের দল।
নিজেদের কাজ, ব্যক্তিগত জীবন, কর্মক্ষেত্র সামলেও 'ছায়ানট'-এর জন্য প্রাণপণ ঢেলেই চেষ্টা করছেন দলের সদস্যরা। স্বপ্ন একটাই, এই দল ছড়িয়ে পড়বে একদিন গোটা মেলবোর্ন জুড়ে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -