Rajpal Yadav Birthday: জানা-অজানা রাজপাল যাদব
স্ক্রিনে তাঁর উপস্থিতি মানেই পেটে খিল ধরে যাওয়া হাসি। নিজের স্বতঃস্ফূর্ত অভিনয়ের তিনি মাত করে রাখেন আট থেকে আশি সবাইকে। আজ ৫০ বছরে পা দিলেন বলিউডের অন্য়তম কমিডিয়ান রাজপাল যাদব।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'ভুল ভুলাইয়ায়' ছবিতে রাজপাল যাদবের অভিনয় মন কেড়েছিল আপামর দর্শকের। জানেন কী, রাজপাল যাদব কেরিয়ার শুরু করেছিলেন দূরদর্শনের একটি ধারাবাহিকের কাজ দিয়ে।
রাজপাল যাদবকে কি নেতিবাচক অভিনেতা হিসাবে ভাবতে পারেন? জানেন নেতিবাচক চরিত্রে অভিনয় করেই তাঁর কেরিয়ার শুরু হয়েছিল। তবে তিনি শীঘ্রই বুঝতে পেরেছিলেন যে কমেডিই তাঁর আসল আসক্তি।
রাজপাল যাদব ২০০৩ সালে রাধা যাদবকে বিয়ে করেছিলেন। কানাডায় যখন তিনি একটি চলচ্চিত্রের শ্যুটিংয়ের জন্য গিয়ে রাধার সঙ্গে তাঁর দেখা হয়েছিল। রাধা, রাজপাল যাদবের থেকে ৯ বছরের ছোট এবং এক ইঞ্চি লম্বা। রাজপাল ও রাধার একটি মেয়েও আছে।
রাজপাল যাদব 'জঙ্গল' ছবির জন্য় ‘সানসুই স্ক্রিন অ্যাওয়ার্ড’পেয়েছিলেন। পাশাপাশি পরবর্তী সময়ে তাঁকে ‘জনপদ রত্ন পুরষ্কার’দিয়েও ভূষিত করা হয়। এছাড়াও একাধিক অ্য়াওয়ার্ড রয়েছে তাঁর পুরস্কারের ঝুলিতে।
তাঁর ছেলেবেলা অত্য়ন্ত অর্থকষ্টের মধ্য়ে দিয়ে কেটেছিল। একবার নিজের দাদার থেকে ১ টাকা নিয়ে লটারির টিকিট কিনেছিলেন রাজপাল। দাদা জানতে পেরে ভাইকে বকাবকিও করেন। পরে জানা যায়, লটারিটি ৬৫ টাকা জিতেছে।
হলিউড ছবি 'ভোপাল: আ প্রেয়ার ফর রেইন' ছবিতে অভিনয় করেছেন এই বলিউড অভিনেতা। মার্টিন শেনের মতো অভিনেতা বিপরীত অভিনয় তাঁর জীবনের অন্য়তম সেরা প্রাপ্তি।
টাকার অভাবে স্কুল থেকে বাড়ি যেতে একবার ৬৫ কিলোমিটার সাইকেল চালিয়েছিলেন রাজপাল যাদব। আর বর্তমানে বলিউডের তিনি একজন প্রতিষ্ঠিত অভিনেতা। তাঁর মত একজন প্রতিভাবান অভিনেতাকে পেয়ে ফিল্ম ইন্ডাস্ট্রি গর্বিত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -