Alia Bhatt: এত বড় হিরের আংটি দিয়ে আলিয়াকে প্রপোজ করেন রণবীর! ছবি দেখেই ভিরমি খেলেন অনুরাগীরা
গর্ভবতী হচ্ছেন বলে জানিয়ে সাড়া ফেলে দিয়েছেন সম্প্রতি। তার উপর হলিউডে ডেবিউ-ও করছেন। তার মধ্যেই ফের নজর কাড়লেন আলিয়া ভট্ট।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআলিয়া নন, নজর কাড়ল তাঁর আঙুলে থাকা ঝকঝকে হিরের আংটি। ওই আংটি দিয়েই রণবীর কপূর তাঁকে বিয়ের প্রস্তাব দেন বলে জল্পনা।
আলিয়া নিজে যদিও কিছু খোলসা করেননি। তবে ইনস্টাগ্রামে পরিচালক কর্ণ জোহরের ‘কফি উইথ করণ’ শোয়ে নিজের লুক পোস্ট করেছেন তিনি। তাতেই ওই আংটি চোখে পড়েছে।
ইনস্টাগ্রামে যে ছবি পোস্ট করেছেন আলিয়া, গোলাপি রংয়ের বডিকন ড্রেসে দেখা গিয়েছে তাঁকে। তাতে আলিয়া লেখেন, ‘এ বছর যে ভাবে কপিতে চুমুক দিলাম।’
বরাবরের মতোই ছবিতে অনবদ্য দেখাচ্ছে আলিয়াকে। তবে সকলের নজর গিয়ে পড়েছে তাঁর হাতের আঙুলে থাকা ঝকঝকে হিরের দিকে, আকারে-আয়তনে যা অন্য তারকাদের চেয়ে অনেকটাই বড়।
সম্প্রতি আলিয়া মা হচ্ছেন ঘোষণা করার পরাই তাঁর এবং রণবীরের একটি ছবি ব্যাপক সাড়া ফেলেছিল। তাতে প্রকৃতির মাঝে পরস্পরের বাহুডোরে দেখা গিয়েছিল তাঁদের।
তবে ওই ছবিতেও রণবীরের হাতে থাকা একটি বাক্সের উপর নজর গিয়েছিল সকলের। ওই বাক্সে নির্ঘাত হিরের আংটি থাকবে বলে ধরে নিয়েছিলেন সকলে। ওই দিন রণবীর আলিয়াকে বিয়ের প্রস্তাব দিয়ে থাকবেন বলে শুরু হয় জল্পনা।
তাই আলিয়ার হাতের আংটি নিয়েও জল্পনা শুরু হয়েছে। ওই আংটি দিয়েই তাঁকে রণবীর বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বলে গুঞ্জন শুরু হয়েছে।
রণবীর সিংহের সঙ্গে আলিয়ার ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ মুক্তি পেতে চলেছে শীঘ্রই। পাশাপাশি হলিউড ছবির শ্যুটিং সেরে সম্প্রতি ফিরেছেন তিনি।
আলিয়া মুম্বই ফিরলেই তিনি এবং রণবীর ছুটি কাটাকে বিদেশ পাড়ি দেবেন বলে শোনা যাচ্ছে। মধুচন্দ্রিমায় না গেলেও, সন্তানসম্ভবা আলিয়াকে নিয়ে রণবীর ‘বেবিমুনে’ যাচ্ছেন বলে খবর। কাটাতে যাবেন বলে শোনা যাচ্ছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -