Bollywood Diwali Party: বাঙালি সাজ সইফের, লাল শাড়িতে অনবদ্য করিনা, জমজমাট পতৌদিদের দীপাবলি
আলোর উৎসবে মাতোয়ারা গোটা দেশ। তারকারাই বা বাকি থাকেন কেন? দীপাবলি উদযাপনে মাতলেন তাঁরাও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবছরের এই সময় নানা জায়গা থেকে আমন্ত্রণ পান বলিউড তারকারা। আবার বাড়িতে আপ্য়ায়ন করেন অন্য দেরও। এবার আপ্যায়নকারীর ভূমিকাতেই দেখা গেল করিনা কপূর খান এবং সইফ আলি খানকে।
মুম্বইয়ে নিজেদের বাড়িতে দীপাবলি পার্টির আয়োজন করেছিলেন করিনা এবং সেফ। সেখানে অন্য তারকারা তো এসেই ছিলেন। কপূর এবং পতৌদি পরিবারের উপস্থিতিতেই জমকালো হয়ে ওঠে আয়োজন।
করিনা এবং সইফের পার্টিতে হাজিরা দেন শর্মিলা ঠাকুরও। নাতনি সারা আলি খানের সঙ্গে হাসিমুখে ছবিতে ধরা দেন তিনি।
সোহা আলি খান, সাবা আলি খান, কুণাল খেমু, ইব্রাহিম আলি খানও হাজির ছিলেন পার্টিতে।
একসঙ্গে ছবিতে ধরা দেন সাবা, শর্মিলা, সারা এবং করিনাও। পতৌদির পরিবারের মহিলাদের উপস্থিতিই জৌলুস বাড়িয়ে তোলে ফ্রেমের।
আলাদা করে সাবা নিজের ওয়ার্ড্রোবের ছবিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। হলুদ ফ্লোরাল শাড়িতে সেজেছিলেন তিনি।
সোহা এবং করিনা, দু'জনের পরনেই ছিল লাল শাড়ি। গলা জড়িয়ে একসঙ্গে ছবিও তোলেন ননদ-বৌদি।
কপূর পরিবারের সদস্যরাও একে একে করিনা-সইফের বাড়িতে এসে হাজির হন। নীতু কপূর ঢোকেন হাতে উপহার নিয়ে। আলাদা আসেন রণবীর কপূর এবং আলিয়া। আলিয়া পরেছিলেন লাল লেহঙ্গা। রণবীর কালো শেরওয়ানি।
পার্টিতে আলাদা করে নজর কাড়েন সইফ। খাটো ঝুলের কুর্তা, পাজামায় একেবারে বাঙালি সাজে ধরা দেন তিনি। পরনে ছিল বাঙালি ডিজাইনার অভিষেক রায়ের বহুরূপী শান্তিকেতনের কুর্তা। একেবারে সাবেকি বাঙালির সাজ।
এমনিতে বাড়ির অন্দরমহলে পাপারাৎজিদের প্রবেশ করতে দেন না করিনা এবং সইফ। কিন্তু তাঁদের দীপাবলি পার্টির ছবি ছড়িয়ে পড়েছে সর্বত্র।
পরিবারের সদস্যরাই বিশেষ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তাতে পতৌদিদের দীপাবলির সাক্ষী হলেন অনুরাগীরা।
এর আগে প্রস্তুতিপর্বের ছবি পোস্ট করেছিলেন করিনাও। তাতে ছোট্ট তৈমুর এবং জেহ্-কে রঙ্গোলি দিতে দেখা যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -