Kumar Sanu: অভিনব বিশ্ব রেকর্ডেরও মালিক বলিউডের জনপ্রিয় গায়ক কুমার শানু
বলিউডের অন্যতম জনপ্রিয় কন্ঠশিল্পী কুমার শানু। তাঁর রোমান্টিক গান এখনও লোকের মুখে মুখে ফেরে। তাঁর প্রকৃতনাম কেদারনাথ ভট্টাচার্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবলিউডে তিনি প্রচুর গান গেয়েছেন। শুধু তাই নয়, শুধুমাত্র একটি দিনে সবচেয়ে বেশি গান গাইবার রেকর্ডও তাঁর নামেই রয়েছে।
নব্বইয়ের দশকে বলিউডে ঝড় তুলেছিল কুমার শানুর গান। কলকাতায় জন্ম শানুর। বাংলা, হিন্দি ছাড়াও আরও অনেক ভাষাতেই গান গেয়েছেন তিনি।
তাঁর নামে রয়েছে বিশ্ব রেকর্ড। একদিনে ২৮ টি গান রেকর্ড করেছিলেন তিনি।
আজ পর্যন্ত আর কোনও শিল্পীই একদিনে এতগুলি গান গাইবার রেকর্ড গড়তে পারেননি।
আসলে কোনও প্রোজেক্টের জন্য কুমার শানুর আমেরিকা যাওয়ার কথা ছিল। রওনা দেওয়ার আগে মুম্বইয়ে সমস্ত বকেয়া কাজ সম্পূর্ণ করে যেতে চেয়েছিলেন। এ জন্যই একদিনে ২৮ টি গান রেকর্ড করেছিলেন তিনি।
তিনি যে রেকর্ড গড়েছেন, তা জানা ছিল না কুমার শানুর। পরের দিন সংবাদপত্রে প্রকাশিত খবর পড়ে বিস্মিত হয়ে গিয়েছিলেন তিনি।
প্রোডিউসারদের যাতে কোনও সমস্যায় পড়তে না হয়, সেজন্যই একদিনে এতগুলি গান গেয়েছিলেন তিনি।
রোমান্টিক গানের জন্য প্রসিদ্ধ কুমার শানু। তাঁর গাওয়া অনেক গানই এখনও সমান জনপ্রিয়।
নিজের সময়ে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন উদিত নারায়ণ। তবে দুজনে খুব ভালো বন্ধু। বিভিন্ন সময়ে একে অপরের সঙ্গে মজা করতে দেখা গিয়েছে তাঁদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -