In Pics: রাহুল বৈদ্যর জন্মদিনে 'ফ্লোটিং ব্রেকফাস্ট'-এ মজলেন স্ত্রী দিশা পরমার
মলদ্বীপের চোখধাঁধানো লোকেশনে স্ত্রী দিশা পরমারের সঙ্গে জন্মদিন পালন করলেন গায়ক রাহুল বৈদ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটেলি তারকা দিশা পরমার মলদ্বীপে স্বামীর সঙ্গে দুর্দান্ত সময় কাটাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁদের ছুটি কাটানোর বেশ কিছু মুহূর্ত শেয়ার করেছেন তিনি।
একটি ছবিতে দেখা যাচ্ছে দিশা 'ফ্লোটিং ব্রেকফাস্ট'-এ মন দিয়েছেন। স্যুইমিং পুলের জলে ভাসছে জলখাবার। ক্যাপশনে লেখেন, 'গ্লুট অ্যান্ড ফ্লোট'।
বুধবারই মলদ্বীপের উদ্দেশে পাড়ি দেন রাহুল-দিশা। বিমানবন্দরে ক্যামেরাবন্দি হয়েছিলেন তারকা দম্পতি।
বৃহস্পতিবার রাহুলের জন্মদিনে দিশা একটি আবেগঘন পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।
ক্যাপশনে দিশা লেখেন, 'আমার জীবনের ভালবাসাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা! আমি সৌভাগ্যবান যে আমি তোমাকে পেয়েছি!'
সোশ্যাল মিডিয়ায় তাঁদের মধুচন্দ্রিমায় গিয়ে তোলা নিজস্বী ভাইরাল।
গত ১৬ জুলাই গাঁটছড়া বাঁধেন রাহুল বৈদ্য ও দিশা পরমার।
আপাতত বিয়ের প্রায় দু'মাস পর তাঁরা মলদ্বীপে মধুচন্দ্রিমায় গেছেন। সেখানেই রাহুলের জন্মদিন পালনও হয়।
জনপ্রিয় হিন্দি ধারাবাহিক 'বড়ে অচ্ছে লগতে হ্যায় ২'-এ মুখ্য চরিত্রে অভিনয় করছেন দিশা পরমার। ছবি: ইনস্টাগ্রাম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -