Holi Celebration: করোনার আগে কেমন কাটত সেলেবদের হোলি? দেখুন ছবি
রঙের উৎসব সামিল হন না, এমন মানুষ খুব কম। দোল হোক বা হলি, রঙ খেলতে মাতোয়ারা হন আট থেকে আশি। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিররা। রঙ মাখতে পিছপা হন না কেউই।বলিউড স্টারকিডদের হোলির ছবি আপনাদের আগেই দেখিয়েছি। তবে জানিয়ে রাখা ভাল যে বলিউড তারকাদের শুধু এদেশেই নয়, দেশের বাইরে গিয়েও রঙ খেলতে দেখা যায়। করোনার আগে কেমন ভাবে রঙ খেলতেন বলি তারকারা, চলুন দেখা যাক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবলিউড কুইন কঙ্গনা রানাউত নিজের পরিবারের সঙ্গেই দোল খেলতে বেশি স্বচ্ছন্দ। এই ছবি দেখেই সেটা মনে হচ্ছে।
স্বামী নিক জোনাসের সঙ্গে চুটিয়ে রঙ খেলতে দেখা গিয়েছিল প্রিয়ঙ্কা চোপড়াকেও।
গত বছর মেয়ে আরাধ্য়ার সঙ্গে এই ছবিটি পোস্ট করেন ঐশ্বর্য রাই বচ্চন।
প্রিয়ঙ্কা ও নিক জোনাসের সঙ্গে রঙের উৎসবে সামিল হয়েছিলেন ক্য়াটরিনা কাইফও।
আমির খান পত্নী কিরণ রাওকেও দেখা গেছিল ছেলে আজাদের সঙ্গে হোলি উৎসবে সামিল হতে।
স্বামীর প্রতি ভালবাসা প্রকাশ করতেই গলায় sk লিখেছিলেন মীরা কাপুর।
নিজের ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গেই গতবছর হোলি উৎসব কাটিয়েছিলেন অভিনেত্রী বিদ্য়া বালান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -