Celebrities Childhood Pics:শৈশবের পুরানো এই ছবিগুলিতে চিনতে পারবেন অনুষ্কা শর্মা ও সাক্ষী ধোনিকে?
ভারতের জনপ্রিয় দুই ক্রিকেট তারকার স্ত্রী অনুষ্কা শর্মা ও সাক্ষী ধোনি। এ কথা জানেন কি যে, তাঁরা স্কুলে সহপাঠী ছিলেন?দুই তারকা ক্রিকেটারের স্ত্রী অসমের মার্গেরিটায় সেন্ট মেরিস স্কুলে পড়াশোনা করতেন ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅনুষ্কা ও সাক্ষীর পুরানো কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ফের ঘোরাফেরা করছে। একটি ফ্যান ক্লাবের শেয়ার করা এই ছবিগুলি নেট-দুনিয়ায় ফের নজর কেড়েছে।
স্কুলের দিনগুলিতে সাক্ষী ও অনুষ্কাকে এই ছবিতে দেখা যাচ্ছে। ছবির একেবারে ডানদিকে গোলাপি লেহেঙ্গা চোলি পরা অনুষ্কাকে দেখা যাচ্ছে। স্কুলের বার্ষিক অনুষ্ঠানে সাক্ষীকে (বাম দিকে থেকে তৃতীয় )ও বাহারি পোশাকে দেখা যাচ্ছে।
এই পুরানো ছবিটিতে সাক্ষী ও অনুষ্কাকে তাঁদের বন্ধুদের সঙ্গে দেখা যাচ্ছে।
সাক্ষী আর অনুষ্কাকে গ্রুপ ক্লাস ছবিতে পোজ দিতে দেখা যাচ্ছে। এখানে তাঁদের চিনে নেওয়াটা খুবই কঠিন।
একটি ফ্যান ক্লাব অনুষ্কা ও সাক্ষীর স্কুলের দিনগুলির ছবি ২০১৯ এ শেয়ার করেছিল। এরপর সেগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অনুষ্কা স্কুলজীবন শেষ হওয়ার বেশ কয়েক বছর পর সাক্ষীর সঙ্গে তাঁর ফের দেখা হওয়ার ঘটনার কথা জানিয়েছিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -