মঞ্চে ঋতাভরী-তনুশ্রী, দুর্গাপুজোর পঞ্চমীতে জমজমাট নাচের মঞ্চ
শহরে পুজোর আমেজ। পঞ্চমীতে সেজে উঠেছে কলকাতা সহ সমস্ত বাংলা। সেই ছোঁয়া লাগল নাচের মঞ্চেও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appডান্স বাংলা ডান্স -এর মঞ্চে মহা ধুমধামে পালিত হল দুর্গাপুজোর শুরুটা। হাজির রইলেন বিশেষ অতিথিরাও।
এদিন ডান্স বাংলা ডান্স -এর মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেত্রী তনুশ্রী সরকার
নাচের তালে পা মেলান তনুশ্রী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ঢাকে কাঠি অঙ্কুশের।
দেবী আরাধনাকে তুলে ধরা হয় এক অন্যরূপে। প্রতিমা-মালায়, ধোঁয়ায় মঞ্চের এক অন্য রুপ তখন।
দুর্গাবেশে সবার মন কাড়েন অভিনেত্রী ও নৃত্যশিল্পী সৌমিলি। তাঁর পারফরমেন্সই ছিল অন্যতম আকর্ষণ।
আজই মুক্তি পাচ্ছে অঙ্কুশ-ঋতাভরীর ছবি এফআইআর। দুজনে একসঙ্গে পারফর্ম ও করেন এদিন।
মঞ্চে উপস্থিত ছিলেন বিচারক জিৎ ও , শুভশ্রী ও বিক্রমও। জমজমাট এপিসোড
গোটা এপিসোডের প্রতিটি পারফরমেন্সই সাজানো হয়েছিল নারীর দুর্গারূপের কথা মাথায় রেখে।
এদিন মঞ্চেই ঢাক বাজান অঙ্কুশ। তাতে মা মেলান প্রতিযোগী থেকে শুরু করে বিচারকরাও।
আজ জি বাংলার পর্দায় দেখা যাবে ডান্স বাংলা ডান্সের এই বিশেষ এপিসোড।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -