Sushmita Sen: হার্ট অ্যাটাকের ধাক্কা সামলে র্যাম্পে ফিরলেন সুস্মিতা সেন
সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী সুস্মিতা সেন। তার দিন কয়েক পরেই কাজে ফিরলেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appল্যাকমে ফ্যাশন উইকের র্যাম্পে হেঁটে অনুরাগীদের তাক লাগিয়ে দিলেন তিনি।
হলুদ লেহঙ্গায় ডিজাইনার অনুশ্রী রেড্ডির জন্য শো-স্টপার হয়েছিলেন সুস্মিতা।
সম্প্রতি হার্ট অ্যাটাকের কারণে অ্যাঞ্জিওপ্লাস্টি হয় সুস্মিতার। জানা যায় তাঁর হৃদপিণ্ডের মূল ধমনীর ৯৫ শতাংশ ব্লক ছিল।
অভিনেত্রী অ্যাডিসন ডিজিসের শিকার। ফলে হৃদপিণ্ডের এমন অবস্থা চিন্তা আরও বাড়িয়ে দেয়।
সুস্মিতা সেন র্যাম্পে হাঁটেন অনুশ্রী রেড্ডির ট্রেডিশনাল পোশাকের লেটেস্ট কালেকশন পরে। অবশ্যই দুর্ধর্ষ দেখাচ্ছিল তাঁকে।
দিনকয়েক আগে সুস্মিতার অবস্থা এতটাই খারাপ হয় যে, সঙ্গে সঙ্গে অ্যাঞ্জিওপ্লাস্টিও করা হয়। তবে এখন তিনি অনেকটাই সুস্থ।
নিজের ইন্সটাগ্রাম পোস্টে তিনি লিখেছেন,'আপনার হৃদয়কে খুশি এবং সাহসী রাখুন, এবং এটি আপনার পাশে দাঁড়াবে যখন আপনার সবচেয়ে বেশি প্রয়োজন।'
'কয়েকদিন আগে আমি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলাম। অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আমার কার্ডিওলজিস্ট নিশ্চিত করেছেন যে,'আমার হৃদয় অনেক বড়'।
'এই অবস্থায় যাঁরা আমার পাশে ছিলেন তাঁদের সবাইকে ধন্যবাদ। এই পোস্টটি শুধুমাত্র আমার শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের সুসংবাদ সম্পর্কে অবহিত রাখার জন্য। আমার এটাও বলার আছে যে, সব ঠিক আছে এবং আমি আবার কিছু জীবনে সব কিছুর জন্য প্রস্তুত!'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -