Deepika Padukone-Ranveer Singh: বিয়ের পরে থেকেছেন এই ফ্ল্যাটেই, স্মৃতি বিজড়িত সেই আস্তানা ভাড়া দিয়ে দিলেন দীপবীর!
মেয়ে দুয়া জন্মের পরেই দীপিকা পাড়ুকোন ও রণবীর কপূরের জীবনে বদল? হাতছাড়া হচ্ছে দীপিকা রণবীরের সাধের ফ্ল্যাট!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগত বছরও কর্ণ জোহরকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেদের প্রভাদেবীর ফ্ল্যাটের কথা উল্লেখ করেছিলেন। সেখানে তাঁরা কী ভাবে একসঙ্গে সময় কাটান, নিশুতি রাতে সারা শহর যখন ঘুমোয় তাঁরা কী ভাবে নাচেন, একান্ত যাপন করেন, সে সব কথাই উঠে এসেছিল সেই সাক্ষাৎকারে
মেয়ে হওয়ার পরেই ঠিকানা বদল করেছিলেন তাঁরা। আর এবার তাঁদের সেই সাধের ফ্ল্যাট ভাড়া দিয়ে দিলেন দীপিকা ও রণবীর!
এ বার নিজেদের সেই সাধের ফ্ল্যাটটিই ভাড়া দিয়ে দিলেন দীপিকারা। আধুনিক সমস্ত সুযোগ সুবিধে রয়েছে তাঁদের ফ্ল্যাটে।
নিখুঁত অন্দরসজ্জা ও সমুদ্রমুখী এই ফ্ল্যাট প্রতি মাসে ৭ লক্ষ টাকা ভাড়ায় দিলেন। কিন্তু কেন এই সিদ্ধান্ত নিলেন দীপিকার ও রণবীর?
৩ হাজার ২৪৫ বর্গফুটের এই ফ্ল্যাটের কার্পেট এরিয়া প্রায় ২ হাজার ৩১৯.৫০ বর্গফুট। মোট কথা ফ্ল্যাটটি বিলাসবহুল।
বিয়ের পর থেকেই এই ফ্ল্যাটেই ছিলেন দীপিকা ও রণবীর। তবে মেয়ে দুয়া আসার পরে তাঁরা নতুন বাড়ি কিনেছেন ও সেখানে শিফট করে গিয়েছেন।
২০১৮ সাল থেকে এই ফ্ল্যাটেই ছিলেন তাঁরা। ইতিমধ্যেই তিন বছরের জন্য রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।
প্রাথমিক ভাবে ২১ লক্ষ টাকা পেয়েছেন তারকা দম্পতি। ‘সিকিওরিটি ডিপোজ়িট’ হিসাবে পেয়েছেন ওই টাকা, এমনটাই জানা যাচ্ছে
বান্দ্রা এলাকায় একটি বিলাসবহুল আবাসনেই থাকতেন দীপবীর। সেখানে রয়েছে অত্যাধুনিক জিম, সাঁতারপুল ও কড়া নিরাপত্তা ব্যবস্থা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -