Deepika Padukone Birthday: দীপিকার জন্মদিনে ফিরে দেখা তাঁর অন্যতম সেরা কিছু ছবি
সিনেপ্রেমীদের 'মনের রানি' দীপিকা পাড়ুকোনের আজ ৩৬তম জন্মদিন আজ। জনপ্রিয় ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনের কন্যা দীপিকা জন্ম নিয়েছিলেন ডেনমার্কে, বড় হয়ে উঠেছেন ব্যাঙ্গালুরুতে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিজের কাজ, অভিনয় দক্ষতা, রূপ-গুন দিয়ে মন জিতেছেন দর্শকদের।
দর্শকদের একের পর এক দুর্দান্ত কাজ উপহার দিয়ে যাচ্ছেন দীপিকা। বলিউডের সঙ্গে কাজ করেছেন হলিউডেও। তাঁর জন্মদিনে ফিরে দেখা যাক বিভিন্ন চরিত্রে তাঁর কাজ।
ওম শান্তি ওম: ২০০৭ সালে মুক্তি পায়। গোলাপী শাড়িতে অভিনেত্রী শান্তিপ্রিয়ার হাত নাড়া কার না মনে আছে! শাহরুখ খানের হাত ধরে সেই প্রথম সিনেমা জগতে পা রাখা দীপিকা পাড়ুকোনের।
লভ আজ কাল: ২০০৯ সালে সেফ আলি খানের বিপরীতে ইমতিয়াজ আলির পরিচালনায় এই রোম্যান্টিক ছবিতে অভিনয় করেন তিনি। ২০২০ সালে এই ছবির সিক্যুয়েল তৈরি করা হয়।
চেন্নাই এক্সপ্রেস: ২০১৩ সালে দর্শকদের পছন্দের শাহরুখ-দীপিকা জুটি ফের একবার পর্দায় তাঁদের কামাল দেখায়। ছবিতে দক্ষিণ ভারতীয় মেয়ে মীনার চরিত্রে অভিনয় করেন তিনি। একাধিক বক্সঅফিস রেকর্ড ভাঙে এই ছবি।
রামলীলা: ২০১৩ সালে সঞ্জয় লীলা বনশালীর পরিচালনায় অভিনয় ট্র্যাজিক রোম্যান্টিক ঘরানার ছবিতে। রামলীলায় প্রধান চরিত্রে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহকে দেখা যায়।
বাজিরাও মাস্তানি: ২০১৫ সালে আবারও সঞ্জয় লীলা বনশালীর পরিচালনায় অভিনয়। ঐতিহাসিক রোম্যান্টিক ছবিতে রণবীর সিংহ ও প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে কাজ করেন। পেশওয়া বাজিরাওয়ের দ্বিতীয় স্ত্রী ছিলেন তিনি।
ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি: ২০১৩ সালের রোম্যান্টিক ছবি। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ছবিতে রণবীর কপূরের বিপরীতে অভিনয় করেন। ছবিতে কলকি ও আদিত্য রায় কপূর ছিলেন অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে।
পিকু: বিগ বি অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয়। সুজিত সরকারের ২০১৫ সালের এই কমেডি-ড্রামায় গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন ইরফান খানও। দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও নজর কাড়ে ছবিটি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -