COVID-19 vaccine Effectiveness : ভ্যাকসিনের পরেও ঠেকানো যাচ্ছে না কেন? করোনা নিয়ে এই ধারণাগুলি ভুল !
রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল দশ হাজারের দোরগোড়ায়। মঙ্গলবার ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৭৩ জন। নতুন করে মৃত্যু হয়েছে ১৬ জনের। এর মধ্যে তৃতীয়বার করোনা আক্রান্ত হলেন বাবুল সুপ্রিয়, কৌস্তভ চট্টোপাধ্যায় এবং কলকাতার জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভ্যাকসিনের ডবল ডোজ নিয়েও, একবার-দু’বার নয়, একই ব্যক্তির তিন তিন বার করোনা আক্রান্ত হওয়ার মতো ঘটনা ঘটছে!
চিকিৎসকমহলে প্রশ্ন উঠছে, অ্যান্টিবডি এবং ভ্যাকসিনের জোড়া বর্মেও তাহলে করোনাকে ঠেকানো যাচ্ছে না?
ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে শুধু যে ভারতে প্রশ্ন উঠছে, এমনটা নয়। আমেরিকার প্রতিরক্ষাসচিব লয়েড অস্টিন ভ্যাকসিনের বুস্টার ডোজ নিয়েও করোনা আক্রান্ত হয়েছেন।
এই পরিস্থিতিতে ডা. দীপ্তেন্দ্র সরকার জানালেন, যাঁরা গত বছর ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছিলেন, তাঁরা যদি মনে করেন, আর আক্রান্ত হবেন না, ভুল করছেন।
একবার করোনা হয়ে গেলে আর হবে না - এই ধারণা ভুল। প্রমান করল করোনার সাম্প্রতিক ধাক্কা। তাই ধারণায় থাকবেন না।
চিকিৎসকরাও বলছেন, ভ্যাকসিন নিলে করোনা হবে না, বা হলে কম ক্ষতি হবে, এই ধারণার কোনও ভিত্তিই নেই।
‘ভ্যাকসিন নেওয়ার পর করোনা হলেও, হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি হবে না’ - ভুল ধারণা বলছেন চিকিৎসকরা।
ডবল ডোজ নেওয়ার পর ফের করোনা রাজ-শুভশ্রীর। তৃতীয় বার সংক্রমিত বাবুলও।
‘ডবল ডোজ নেওয়া হয়ে গেছে, আর তাই করোনা ছুঁতে পারবে না’ । প্রমান করল কবি শ্রীজাতর দুবার করোনায় আক্রান্ত হওয়া।
ভ্যাকসিনের ডবল ডোজ নিয়েও, একবার-দু’বার নয়, একই ব্যক্তির তিন তিন বার করোনা আক্রান্ত হওয়ার মতো ঘটনা! প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়, সিপিএম নেতা কৌস্তভ চট্টোপাধ্যায় এবং কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -