Dev-Rukmini Update: আইসল্যান্ডে দেব-রুক্মিণী, সোশ্যাল মিডিয়াজুড়ে পোস্ট করছেন একাধিক ছবি
ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
1/10
বেশ কিছুদিন হল আইসল্যান্ডে ঘুরতে গেছেন অভিনেতা দেব।
2/10
বিভিন্ন নয়নাভিরাম স্থান থেকে একাধিক ছবি পোস্ট করেছেন অভিনেতা।
3/10
একইসঙ্গে ঘুরতে গিয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্রও।
4/10
প্রায় একই ধরনের ছবি পোস্ট করছেন দুই তারকা।
5/10
তাঁদের মেরুজ্যোতির সামনেও ছবি তুলতে দেখা গেল।
6/10
রুক্মিণী মজা করে লিখলেন 'ফোনের নেটওয়ার্ক ধরার চেষ্টা করছি'।
7/10
থার্মাল গিজারের সামনে থেকেই দীপাবলির শুভেচ্ছা জানালেন দুই তারকা।
8/10
দেব লেখেন, 'শুভ দীপাবলি। থার্মাল গিজার, আগ্নেয়গিরি, বরফ, হিমবাহ, জলপ্রপাত, মেরুজ্যোতি, ভূমিকম্পের দেশ থেকে।'
9/10
রুক্মিণী তাঁর 'সনক' ছবিটিকে ভালবাসার জন্যও ধন্যবাদ জানিয়েছেন অনুরাগীদের।
10/10
সমস্ত ছবি সৌজন্যে দেব ও রুক্মিণীর ইনস্টাগ্রাম।
Published at : 05 Nov 2021 03:17 PM (IST)