Dev and Rukmini: রুক্মিণীর সঙ্গে সফরে গিয়ে বিশেষ ঘোষণা দেবের, কোন হদিশ দিলেন অভিনেতা?
অজানা জায়গায় সফরে গিয়েছেন দেব (Dev)। সঙ্গী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। তবে এখন পর্যন্ত একসঙ্গে কোনও ছবি শেয়ার করে নেননি তাঁরা। আর সেখানে গিয়েই, বিশেষ ঘোষণা করলেন দেব!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসোশ্যাল মিডিয়ায় একই জায়গা থেকে ছবি শেয়ার করেছেন রুক্মিণী মৈত্রও। সদ্য ছবি মুক্তির ব্যস্ততা কাটিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন তাঁরা।
সামনেই মুক্তি পাচ্ছে দেবের নতুন ছবি 'খাদান'। আর সেই ছবি নিয়েই একটি বিশেষ ঘোষণা করেছেন দেব।
দেব প্রকাশ করেছেন 'খাদান'-এর টিজার মুক্তির দিন। ১৪ তারিখ প্রকাশ্যে আসবে খাদান-এর প্রথম ঝলক।
দেবের এই প্রচারের স্টাইল দেখে সোশ্যাল মিডিয়ায় রুক্মিণী লিখেছেন, প্রচারের স্টাইলটা ভাল। বেশ কুল.. থুড়ি হট। এই ছবিতে অবশ্য নেই রুক্মিণী।
দেবের সঙ্গে রুক্মিণীর নতুন ছবি 'টেক্কা' মুক্তি পাবে পুজোয়। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় তৈরি হয়েছে এই ছবি। সদ্য শেষ হয়েছে ছবির ডাবিং।
অপেক্ষায় রয়েছে রুক্মিণীর নতুন ছবি 'নটি বিনোদিনী'-ও। এই ছবিতে একেবারে অন্য ভূমিকায় দেখা যাবে রুক্মিণীকে। ছবিটি নিয়ে রুক্মিণী নিজেও প্রতীক্ষায় রয়েছেন।
রুক্মিনীর জন্মদিনে দেব শেয়ার করে নিয়েছিলেন রুক্মিণীর সঙ্গে এক গুচ্ছ ঘুরতে যাওয়ার ছবি। সেখানে তিনি রুক্মিণীকে দিয়েছিলেন বিশেষ তকমা।
কী সেই তকমা? রুক্মিণীকে তিনি সেরা ঘুরতে যাওয়ার সঙ্গী হিসেবে তুলে ধরেছেন। প্রেমিকার সঙ্গে সঙ্গে রুক্মিণী যে দেবের প্রিয় বন্ধুও, সেবিষয়ে সন্দেহ নেই।
সোশ্যাল মিডিয়ায় দেব আর রুক্মিণীর এই ছবি পছন্দ করেছেন অনেকেই। সোশ্যাল মিডিয়া ভেসেছে প্রশংসায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -