Harmanpreet Singh: দেশের সবচেয়ে ধনী হকি প্লেয়ার, জেনে নিন 'সরপঞ্চ' হরমনপ্রীত সিংহয়ের অজানা কাহিনি
তাঁর নতুন পরিচয় এখন দেশজুড়ে 'সরপঞ্চ'। ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিংহ। তাঁর নেতৃত্বেই এবার প্যারিস অলিম্পিক্সে হকিতে ব্রোঞ্জ জিতেছে ভারত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই নিয়ে তৃতীয়বার অলিম্পিক্সের মঞ্চে খেললেন হরমনপ্রীত। টুর্নামেন্টে এবার ১০ গোলও করেছেন ভারতীয় হকি দলের অধিনায়ক।
২০১৫ সালে প্রথমবার দেশের জার্সিতে খেলতে নেমেছিলেন জাপানের বিরুদ্ধে। এরপর ২০১৬ রিওতে প্রথমবার অলিম্পিক্সের মঞ্চে খেলতে নেমেছিলেন।
হরমনপ্রীত দেশের অন্যতম ধনী হকি প্লেয়ার। এই মুহূর্তে তাঁর সম্পত্তির পরিমান আনুমানিক ৪২ কোটি টাকা।
হরমনপ্রীত বিবাহিত। তাঁর স্ত্রীর নাম আমনদীপ কৌর। দম্পতির এক মেয়ে রয়েছে। তার নাম রুহানাত।
নিজের ফিটনেস নিয়ে বরাবর সচেতন হরমনপ্রীত। প্যারিসে ব্রোঞ্জের ম্য়াচে ভারতের ম্য়াচ জেতানো দুটো গোলই করেছিলেন হরমনপ্রীতই।
হকি ইন্ডিয়া লিগে ২০১৫ সালে ৪২ লক্ষ টাকা দরে তাঁকে নেওয়া হয়েছিল। হরমনপ্রীতকে অর্জুন পুরস্কারে ভূষিত করা হয়েছিল।
প্যারিস অলিম্পিক্সে সোনা জয়ের সুযোগ মিস করতে হয়েছে। হরমনপ্রীত বলছেন, 'পদক তো পদকই হয়, আর দেশের জন্য পদক জিততে পারার থেকে অধিক গর্বের কিছু হয় না। আমরা ফাইনালে পৌঁছে সোনা জয়ের লক্ষ্যে ছিলাম। তবে সেই স্বপ্ন দুর্ভাগ্যবশত পূরণ হয়নি। তবে খালি হাতে কিন্তু ফিরিনি আমরা। নাগাড়ে দুই পদক জয়টাও বড় কৃতিত্ব বটে। আমাদের যে পরিমাণ ভালবাসা দেওয়া হচ্ছে, সেটা দেখে দারুণ লাগছে।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -