Ranbir Kapoor: অল্পের জন্য মিস! বিমানবন্দরে প্রিয় তারকা রণবীরের সঙ্গে 'সেলফি' তোলা হল না অনুরাগীর
সদ্য মুক্তি পেয়েছে রণবীর কপূরের নতুন ছবি 'অ্যানিম্যাল'-এর প্রি-টিজার। অভিনেতার লুক নজর কেড়েছে অনুরাগীদের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতারপরই আজ সকালে, 'বরফি'কে দেখা গেল বিমানবন্দরে। নীল কো-অর্ড সেট ও ফ্যানি প্যাকে ফ্রেমবন্দি হলেন।
'অ্যানিম্যাল' মুক্তির আগে রণবীরকে দেখা যাচ্ছে মুখভর্তি দাড়ি সমেত দেখা যাচ্ছে সর্বত্র। সঙ্গে চোখে ছিল রোদচশমা।
বিমানবন্দরে পৌঁছে গাড়ি থেকে নেমে গেট পর্যন্ত যাওয়ার সময়ে মুখোমুখি হলেন পাপারাৎজিদের। পোজও দিলেন অভিনেতা।
এরই মাঝে ভিড়ের মধ্যে থেকে অভিনেতাকে ধাওয়া করলেন এক মহিলা অনুরাগী। উদ্দেশ্য, একটা সেলফি তোলা।
তবে যতক্ষণে তিনি ডিপার্চার গেট পর্যন্ত পৌঁছেছেন ততক্ষণে বেশ খানিকটা এগিয়ে গিয়েছেন অভিনেতা।
গেটেই থামিয়ে দেওয়া হয় অনুরাগীকে। তবে মুখে চওড়া হাসি নিয়েই ফিরে আসেন তিনি।
রণবীরের নতুন লুক নিয়েও মন্তব্যের বন্যা কমেন্ট বক্সে। কেউ লিখলেন, 'রণবীর কপূর কম, সঞ্জু বাবা বেশি মনে হচ্ছে'। অপর একজন লেখেন, 'বৃদ্ধ দেখাচ্ছে।'
প্রসঙ্গত, 'অ্যানিম্যাল' ছাড়াও রণবীরের হাতে রয়েছে নতুন বড় প্রজেক্ট 'রামায়ণ'। সঙ্গে তাঁর স্ত্রী ও তারকা অভিনেত্রী আলিয়া ভট্ট।
নির্মাতাদের তরফে জানানো হয়েছে চলতি বছরের ডিসেম্বর মাস থেকে শুরু হবে শ্যুটিং।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -