Oindrila Sharma: পুজোর মরসুমে করেছিলেন একাধিক পোস্ট, রইল ঐন্দ্রিলার সেরা ১০ ছবি
বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা অসুস্থ। নিজেদের প্রার্থনার পাশাপাশি প্রিয় অভিনেত্রীর আরোগ্য কামনা করে চলেছেন, সাধারণ মানুষ থেকে সেলেব-সহ সংবাদ মাধ্যমের নামী ব্যাক্তিত্বরাও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজানা গিয়েছে, 'ভাগাড়' ওয়েব সিরিজের নতুন ছবির কাজ হাতে নিয়েছিলেন ঐন্দ্রিলা। তার মাঝেই তিনি গুরুতর অসুস্থ হন। এদিকে , টলিপাড়া সূত্রের খবর, গোয়ায় শুরু হয়েছে সেই ছবির শ্যুটিং।
ঐন্দ্রিলা শর্মার পরিবর্তে এসেছেন অন্য নায়িকা। প্রযোজনা সংস্থা অনেক ভেবে চিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে, টিমের অনেকেই আগে গোয়া পৌঁছে গিয়েছিল। সকলের ডেট ফাইনাল। এহেন পরিস্থিতিতে শ্যুটিং বাতিল হলে, বড়সড় ক্ষতির মুখে পড়তে হবে প্রযোজককে।
তাই ঐন্দ্রিলার পরিবর্তে কাউকে নেওয়া ছাড়া উপায় ছিল না। তবে ঐন্দ্রিলা শর্মার বদলে ছবিতে কে অভিনয় করছেন, তা এখনও স্পষ্ট নয়। তবে তা খুব দ্রুতই প্রকাশ্যে আসবে।
স্বপ্নে ভর করে ডানা মেলার বয়সেই ক্যান্সারে আক্রান্ত হন ঐন্দ্রিলা। তবে অদৃষ্টকে দোষারোপ করার পরিবর্তে দাঁতে দাঁত চেপে লড়াই করেছিলেন। তাঁর সেই অদম্য লড়াইয়ের সামনে মাথা নোয়াতে হয়েছিল ক্যান্সারকে। মারণ রোগকে হারিয়ে ফিরে এসেছিলেন অভিনয় জগতে।
তার পর স্বাভাবিক জীবন যাপনই চলছিল ঐন্দ্রিলার। উৎসবের মরসুমে শাড়ি পরে ছবিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু মঙ্গলবার রাতে আচমকা ফের অসুস্থ হয়ে পড়েন ঐন্দ্রিলা।
প্রাণের মানুষকে, 'নিজের হাতে করে নিয়ে এসেছিলাম, নিজের হাতে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো। এর অন্যথা কিছু হবে না', বলেছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ব্রেন স্ট্রোক হয় ঐন্দ্রিলার। জমাট বেঁধে যায় রক্ত। তা বার করতে গেলে ঐন্দ্রিলার শরীরের একদিক সম্পূর্ণ অসাড় হয়ে গিয়েছে। হাওড়ার আন্দুলের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
'আমি যখন শয্যাশায়ী, হাসপাতালে, হঠাৎ দরজা খুলে দেখলাম ঐন্দ্রিলাকে', ফেসবুকে মন খুললেন অভিনেতা গৌরব রায় চৌধুরী।প্রথমবার ঐন্দ্রিলার সঙ্গে দেখা হয়েছিল, কোনও শ্যুটিং সেটে নয়, হাসপাতালে শয্যাশায়ী অবস্থাতেই। বন্ধুত্বটা শুরু সেখান থেকেই।
ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে আগাগোড়া ঐন্দ্রিলার পাশে ছিলেন প্রেমিক সব্যসাচী চৌধুরী। ঐন্দ্রিলাকে দ্রুত সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনাই লক্ষ্য সকলের। ঐন্দ্রিলার অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়েছে টলিপাড়াতেও। কলা-কুশলীরা তাঁর খোঁজ নিচ্ছেন। দ্রুত আরোগ্য কামনা করছেন সকলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -