Varun Dhawan: বিরল রোগে আক্রান্ত হন, গুটিয়ে নেন নিজেকে, খোলসা করলেন বরুণ
সিনেমার পর্দায় ছটফটে, চনমনে তিনি। চরিত্রের মধ্যেই বাঁচেন বরুণ ধওয়ান। কিন্তু বাস্তবে কঠিন লড়াই চালিয়ে গিয়েছেন। এ বার খোলসা করলেন বলিউড অভিনেতা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবরুণ জানিয়েছেন, তাঁর ভেস্টিবুলার হাইপোফাংশন ধরা পড়ে। তাতে নিজেকে সবকিছু থেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। একার মতো করে লড়াই চালিয়ে যান।
কানের ভিতরের ভেস্টিবুলার সিস্টেম সংজ্ঞাতন্ত্রের অংশ। শরীরের অবস্থান নির্ধারণে মস্তিষ্কের সঙ্গে সমন্বয় রেখে কাজ করে সেটি। তা ক্ষতিগ্রস্ত হলে সমস্যা দেখা দেয়।
চিকিৎসরা জানিয়েছেন, শরীরের ডান বা বাম, যে কোনও দিকেই এই রোগের প্রভাব পড়তে পারে। তাতে সংজ্ঞাহীন হয়ে পড়া, স্থির হয়ে থাকতে না পারা, দরদর করে ঘামের মতো সমস্যা দেখা দেয়।
কানের ভিতরের টিউবে তরল জমা হতে হতে, শ্রবণশক্তি চলে যায়। তা সংক্রমণের আকার ধারণ করে এবং তা থেকেই সমস্যা দেখা দেয়।
এই বিরল রোগে আক্রান্ত হওয়ার অভিজ্ঞতা তুলে ধরে বরুণ বলেন, “নিজেকে বদ্ধ করে নিয়েছিলাম। ভেস্টিবুলার হাইপারফাংশন হয়েছিল। তাতে শরীরের ভারসাম্য বজায় থাকে না। কিন্তু চেষ্টা ছাড়িনি আমি।”
বরুণ আরও বলেন, “আমরা শুধু দৌড় চলেছি। কেন দৌড়চ্ছি, কেউ জানতে চায় না। আমার মনে হয় এর নেপথ্যে মহৎ উদ্দেশ্য রয়েছে। আমি নিজের মতো করে খুঁজে চলেছি। আশাকরি বাকিরাও খুঁজে পাবেন।”
শীঘ্রই বরুণ অভিনীত ছবি ‘ভেড়িয়া’ মুক্তি পেতে চলেছে। কৃতী স্যানন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন। ২৫ নভেম্বর মুক্তি পাচ্ছে ছবিটি।
ছবির শ্য়ুটিং হয়েছে অরুণাচল প্রদেশে। এর পর, নীতেশ তিওয়ারির পরিচালনায় জাহ্নবী কপূরের সঙ্গেও দেখা যাবে বরুণকে।
ব্যক্তিগত জীবনেও সুখ-শান্তি রয়েছে বরুণের। স্ত্রী নাতাশা এবং পোষ্যকে নিয়ে সংসার। সম্প্রতি একসঙ্গে করওয়া চৌথও পালন করেন তাঁরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -