Farhan Akhtar Birthday: পরিচালক ফারহান আখতার অভিনয়েও সমান দক্ষ, রইল কিছু জনপ্রিয় ছবির তালিকা
আজ 'মাল্টি-ট্যালেন্টেড' ফারহান আখতারের জন্মদিনে তাঁর অভিনীত কিছু ছবির কথা মনে করা যাক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরক অন: ২০০৮ সালে অভিনয় শুরু করেন এই ছবির মাধ্যমে। একটি গানের ব্যান্ড ও বন্ধুত্বের গল্প বলে এই ছবি। ২০১৬ সালে এই ছবির সিক্যোয়েল বের হয়, 'রক অন ২'।
লাক বাই চান্স: ২০০৯ সালে মুক্তি পায়। জোয়া আখতারের প্রথম পরিচালিত ছবি। মুখ্য চরিত্রে ফারহান ও কঙ্কনা সেন শর্মা ছিলেন।
কার্তিক কলিং কার্তিক: সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার ছবিটি ২০১০ সালে মুক্তি পায়। ফারহানের বিপরীতে দীপিকা পাড়ুকোন অভিনয় করেন।
জিন্দেগি না মিলেগি দোবারা: বন্ধুত্বের চিরকালীন নিদর্শনের অপর জনপ্রিয় ছবি। ফারহান, ঋত্বিক ও অভয় দেওল অভিনীত ছবি। মুক্তি পায় ২০১১ সালে।
ভাগ মিলখা ভাগ: কিংবদন্তি খেলোয়াড় মিলখা সিংয়ের বায়োপিক এই ছবিটি। রাকেশ ওমপ্রকাশ মেহরার পরিচালনায় এই ছবিতে নাম ভূমিকায় ছিলেন ফারহান। ২০১৩ সালে মুক্তি পায় ছবিটি।
শাদি কে সাইড এফেক্টস: 'পেয়ার কে সাইড এফেক্টস' ছবির সিক্যোয়েল। বিদ্যা বালানের বিপরীতে ২০১৪ সালে মুক্তি প্রাপ্ত ছবিতে অভিনয়।
দিল ধড়কনে দো: এই ছবিতে একাধিক তারকাকে অভিনয় করতে দেখা যায়। ২০১৫ সালে মুক্তি পায় জোয়া আখতারের এই ছবি। অনিল কপূর, শেফালি শাহ, রণবীর সিংহ, প্রিয়ঙ্কা চোপড়া, অনুষ্কা শর্মার সঙ্গে কাজ করেন ফারহান।
ওয়াজির: বিগ বি-র সঙ্গে স্ক্রিন শেয়ার করেন অভিনেতা। ২০১৬ সালে মুক্তি পায়। ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন অদিতি রাও হায়দারিও।
দ্য স্কাই ইজ পিঙ্ক: ২০১৯ সালে মুক্তি পায় এই রোম্যান্টিক কমেডি ড্রামা ঘরানার ছবি। প্রিয়ঙ্কা চোপড়া অভিনয় করেন এই ছবিতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -