Female Lead Movies: সাম্প্রতিককালে বক্স অফিস দাপিয়ে ব্যবসা করেছে যে সমস্ত মহিলা কেন্দ্রিক ছবি
রাজি - আলিয়া ভট্টের 'রাজি' একটি দুর্দান্ত ছবি। আলিয়া একটি শক্তিশালী চরিত্রে অভিনয় করে সবাইকে অবাক করে দিয়েছিলেন। এই ছবিতে ভিকি কৌশলও ছিলেন, তবে মুখ্য চরিত্র ছিল আলিয়ার। ছবিটি বক্স অফিসে ১২২ কোটি টাকা আয় করেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমিশন মঙ্গল- বিদ্যা বালান ও অক্ষয় কুমারের ওপর নির্মিত এই ছবিতেও নারী শক্তির কথা ফুটে উঠেছে। ছবিটি বিশাল হিট হয় যা ১৯২ কোটি টাকা সংগ্রহ করেছিল।
কাহানি - বিদ্যা বালানকে মুখ্য চরিত্রে রেখে তাঁকে ঘিরে গোটা ছবির গল্প আবর্তিত হয়। ছবিটি আয় করেছিল ৫৭ কোটি টাকা।
পিকু - দীপিকা পাড়ুকোন অভিনীত 'পিকু' ছবিতে অমিতাভ বচ্চন এবং ইরফান খানের মতো তারকারা ছিলেন কিন্তু পুরো ছবিটি ছিল পিকু অর্থাৎ দীপিকাকে ঘিরে। কম বাজেটের এই ছবিটি আয় করেছে ৭৮ কোটি টাকা।
মণিকর্ণিকা - কঙ্গনা রানাউত এই ছবির জন্য জাতীয় পুরস্কারও পেয়েছেন। ছবিটি দর্শক ভালভাবে গ্রহণ করে এবং এর বক্স অফিস সংগ্রহ ছিল ৯০ কোটি টাকা।
নীরজা - সত্য ঘটনা অবলম্বনে সোনম কপূরের নীরজাও বক্স অফিসে ভাল কালেকশন করেছে। ছবিটি আয় করেছে ৭১ কোটি টাকা।
পিঙ্ক - তাপসী পন্নু, কীর্তি কুলহারি এবং অমিতাভ বচ্চনের মতো তারকাদের দ্বারা তৈরি এই ছবিটি মহিলাদের সমস্যা এবং মহিলাদের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। এই ছবির বাজেট ছিল ৩০ কোটি আর আয় করে ১৫৭ কোটি টাকা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -