Pilu Serial: টুসু পরবে আহির পিলুর বিয়ে, কি হল শ্যুটিংয়ে?
রঞ্জিনীর কাছে অপমানিত হয়ে গুরুকূল ছেড়ে চলে গিয়েছে পিহু। তাকে ফিরিয়ে আসতে পিলুর গ্রামে পৌঁছয় আহির। সেখানে তখন চলছে টুসু পরব।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআর সেই উৎসবের আমেজে মেতেছে পিলুও। তার অজান্তেই সেখানে পৌঁছয় আহির। তার সঙ্গে ফিরে যেতে রাজি হয় না পিলু।
সুরের ছন্দে বাঁধা 'পিলু'-র গল্প। চ্যানেলের তরফ থেকে জানানো হয়েছে, 'গুরু আদিত্য নারায়ণের গুরুকুলের দায়িত্বশীল ছাত্র আহির। তাঁর সঙ্গে বাড়ির ছোট মেয়ে রঞ্জিনীর বিয়ে হোক, এমনটাই চান গুরু আদিত্য নারায়নের স্ত্রী। কিন্তু সুরের সূত্র ধরেই আহিরের সঙ্গে আলাপ হয় পিলুর।
পিলু লোকগীতির শিল্পী। লোকগীতিকে বিশ্বের দরবারে তুলে ধরার স্বপ্ন দেখে সে। একে অপরের প্রেমে পড়ে আহির, পিলু। কিন্তু আহিরের গুরুদক্ষিণা রঞ্জিনীকে বিয়ে করা। কিন্তু গুরুকূলে পিলু এসে বদলে দেয় সব সম্পর্কের সমীকরণ।
প্রোমোর ঝলকে দেখা যাচ্ছে টুসু পরবে একরকম না জেনেই মালাবদল হয়ে যায় আহির আর পিলুর। পণ্ডিত বলেন পিলুর বিয়ে হয়ে গিয়েছে।
শ্যুটিং চলছিল কলকাতার পাশেই নলবনে। শ্যুটিংয়ে বেশ হাসিখুশি দেখাল গৌরব ও মেঘাকে। তবে কথা বললেও কেউই খুলতে চাইলেন না গল্পের ভাঁজ। গৌরব প্রকাশ করলেন প্রথমবার টুসু পরব দেখার মুগ্ধতা।
ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন গৌরব রায় চৌধুরী ও মেঘা দাঁ।
কেবল গৌরব বা মেঘা নয়। এই ধারাবাহিকে অভিনয় করছেন ছোটপর্দার একঝাঁক জনপ্রিয় মুখ। 'পিলু'-তে অভিনয় করছেন বিশ্বনাথ বসু, (Biswanath Basu) রুদ্রজিৎ মুখোপাধ্যায় (Rudrajeet Mukherjee), ইধিকা পাল (Idhika Pal)।
এছাড়াও অভিনয় করছেন অঞ্জনা বসু (Anjana Basu), কৌশিক চক্রবর্তীর (Kaushik Chakraborty) মতো অভিজ্ঞ শিল্পীরা। ধারাবাহিকের গল্প ও চিত্রনাট্য লিখেছেন শাশ্বতী ঘোষ।
ধারাবাহিকটি পরিচালনা করছেন রাজেন্দ্র প্রসাদ দাস। ধারাবাহিকের একটি গুরুত্বপূর্ণ অংশ গান। ধারাবাহিকের সঙ্গীত পরিচালনা করবেন উপালি চট্টোপাধ্যায়। রূপসজ্জার দায়িত্বে রয়েছেন জয়ন্তী সেন। এডিটিং-এর দায়িত্বে যীশু নাথ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -