Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Bollywood Singers: ৫ বলিউড সঙ্গীতশিল্পী, যাঁরা প্রথম গানেই মোহিত করেছিলেন শ্রোতাদের
অরিজিৎ সিংহ: ২০০৯ সালের জনপ্রিয় 'ফির মহব্বত' গান দিয়ে আত্মপ্রকাশ করেন আজকের এই তারকা শিল্পী। সেই থেকে তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত তাঁকে নিয়ে উন্মাদনা এক চুলও কমেনি। বরং দিন দিন তা বেড়েছে। প্রায় প্রত্যেক ছবিতেই তাঁর কণ্ঠে গান থাকেই।
নীতি মোহন: ২০১২ সালে মুক্তি পায় 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'। সেখানে 'ইশক ওয়ালা লভ' গান দিয়ে বলিউডে খাতা খোলেন নীতি।
এরপর হিন্দির সঙ্গেই কন্নড়, তামিল, তেলুগু, মরাঠির মতো ভাষায় অজস্র গান গেয়েছেন তিনি।
ইয়োহানি: শ্রীলঙ্কার ভাইরাল সেনসেশন ইয়োহানি সম্প্রতি বলিউডে 'মানিকে' গান দিয়ে ডেবিউ করলেন।
অজয় দেবগণের 'থ্যাঙ্ক গড' ছবিতে এই গান রয়েছে। এই আসল সংস্করণ 'মানিকে মাগে হিথে'ও ইয়োহানির গাওয়া।
কণিকা কপূর: ২০১৪ সালে সানি লিওনের গলায় 'বেবি ডল' গান কার না জানা। সেটিই প্রথম ব্রেক কণিকা কপূরের।
দুর্দান্ত ডেবিউর এরপর একাধিক হিট গানে কণ্ঠ দিয়েছেন কণিকা।
শাল্মলি খোলগড়ে: ২০১২ সালে মুক্তি প্রাপ্ত পরিণীতি চোপড়া-অর্জুন কপূর অভিনীত 'ইশকজাদে' ছবির 'পরেশাঁ' গান দিয়ে শুরু।
এরপর 'ম্যায় তেরা হিরো', 'হাম্পটি শর্মা কি দুলহনিয়া'র মতো একাধিক জনপ্রিয় ছবিতে গান গেয়েছেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -