In Pics: দিব্যা ভারতী থেকে সিদ্ধার্থ শুক্লা, মাঝপথেই থমকে গিয়েছে এই সেলেবদের প্রেম-কাহিনী
বলিউডের বেশ কয়েকজন তারকাই তাঁদের লক্ষ লক্ষ অনুরাগীদের ছেড়ে অকালেই বিদায় নিয়েছেন। আর তাঁদের প্রেমকাহিনীও এমন ছিল, যা কখনও ভোলা সম্ভব নয়। দেখে নেওয়া যাক এমনই কিছু অসমাপ্ত প্রেম-কাহিনী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিয়ের এক বছর পর মারা গিয়েছিলেন দিব্যা ভারতী। তাঁর মৃত্যুর পর বহু বছর শোকবিহ্বল ছিলেন তাঁর স্বামী সাজিদ নাদিয়াওয়ালা।
২০১৩-তে মৃত্যু হয়েছিল জিয়া খানের। তাঁর দেহ উদ্ধার হয়েছিল বাড়ি থেকে। জিয়ার মৃত্যুর ক্ষেত্রে তাঁর বয়ফ্রেন্ড সুরজ পাঞ্চোলির বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছিল। মৃত্যুর সঙ্গে সঙ্গে জিয়ার প্রেমকাহিনীও অসম্পূর্ণ থেকে যায়।
২০২০-তে ইমলি-খ্যাত ময়ুরী দেশমুখের স্বামী আশুতোষের মৃত্যু হয়েছিল। ময়ুরী আশুতোষের মৃত্যুর পর সারাজীবন একা থাকার সিদ্ধান্ত নেন।
২০১৬-তে মারা গিয়েছিলেন প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের। মৃত্যুর সঙ্গে সঙ্গেই রাহুল রাজ ও প্রত্যুষার প্রেম কাহিনী মাঝপথেই থমকে গিয়েছিল।
২০২০-তে মৃত্যু হয় সুশান্ত সিংহ রাজপুতের। এভাবে রিয়া চক্রবর্তীর সঙ্গে তাঁর প্রেম অসম্পূর্ণ থেকে যায়।
জনপ্রিয় টেলি অভিনেতা সিদ্ধার্থ শুক্লা ও শেহনাজ গিলের দীর্ঘদিন একে অপরের সঙ্গে সম্পর্ক ছিল। দুজনের সাত পাকে বাঁধা পড়ার অপেক্ষায় ছিলেন তাঁদের অনুরাগীরা। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হল না। গত ২ সেপ্টেম্বর অকালেই প্রয়াত হলেন সিদ্ধার্থ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -