Richa Chadha: 'রামলীলা' থেকে 'হীরামান্ডি', দশক পেরিয়ে ফের সঞ্জয় লীলা বনশালীর সঙ্গে কাজ রিচা চাড্ডার
১০ বছর পূর্ণ করল সঞ্জয় লীলা বনশালী পরিচালিত 'গোলিওঁ কি রাসলীলা রামলীলা' ছবিটি। এই বিশেষ দিনকে স্মরণ করে পরিচালকের সঙ্গে দশক-ব্যাপী সম্পর্ক ফিরে দেখলেন অভিনেত্রী রিচা চাড্ডা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১৩ সালে মুক্তি পায় 'গোলিওঁ কি রাসলীলা রামলীলা'। এরপর ফের পরিচালকের ওয়েব সিরিজ 'হীরামান্ডি'তে অভিনয় করতে দেখা যাবে রিচাকে। এই কাজের হাত ধরে ডিজিট্যাল ডেবিউ হতে চলেছে তাঁর।
সঞ্জয় লীলা বনশালী পরিচালিত 'রামলীলা'য় একগুচ্ছ তারকাকে দেখতে পাওয়া গিয়েছিল। তাঁদের মধ্যে রণবীর সিংহ, দীপিকা পাড়ুকোন তো ছিলেনই, সঙ্গে ছিলেন রিচা চাড্ডা, গুলশন দেবাইয়া, সুপ্রিয়া পাঠক, শরদ কেলকর, অভিমন্যু সিংহ।
রিচা চাড্ডা 'রামলীলা'র এক দশক পর ফের সঞ্জয় লীলা বনশালীর সঙ্গে ফের 'হীরামান্ডি'তে কাজ করার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন।
তিনি বলেন, 'হিন্দি সিনেমা জগতে খুব কমই অভিনেতা আছেন যাঁরা ওঁর (সঞ্জয় লীলা বনশালী) 'লার্জার দ্যান লাইফ' ছবিতে ফের কাজ করার সুযোগ পান।'
'SLB-র সঙ্গে কাজ করা যে কোনও অভিনেতার সারাজীবনের জন্য বড় অভিজ্ঞতা এবং ওঁর সঙ্গে দু'বার কাজ করার সুযোগ পেয়ে আমি আপ্লুত, বিশেষত যখন আমরা 'গোলিওঁ কি রাসলীলা, রামলীলা'র দশ বছরের মাইলফলক উদযাপন করছি। শৈল্পিক সহযোগিতার সত্যিকারের উদযাপন মনে হচ্ছে।'
১৯৪০-এর দশকের ভারতের স্বাধীনতা সংগ্রামের উত্তাল সময়ের গণিকা এবং তাঁদের পৃষ্ঠপোষকদের কাহিনি নিয়ে তৈরি 'হীরামাণ্ডি' ওই নামেরই জেলার সাংস্কৃতিক বাস্তবতাকে তুলে ধরবে।
সিনেমার প্রত্যেক দৃশ্যের দুর্ধর্ষ প্রদর্শনের মাধ্যমে দর্শককে বুঁদ করার ক্ষেত্রে সঞ্জয় লীলা বনশালীর জুড়ি মেলা ভার। আর তাঁর সঙ্গে ফের কাজ করতে পেরে স্বাভাবিকভাবেই আনন্দে আত্মহারা রিচা চাড্ডা।
'হীরামান্ডি' ওয়েব সিরিজে দেখা যাবে অদিতি রাও হায়দরি, মণীষা কৈরালা, সোনাক্ষী সিংহ, শর্মিন সেহগল, সঞ্জীদা শেখকে। পোশাক থেকে তাঁদের প্রথম লুক, সবেতেই ক্লাসিক 'এসএলবি' ছোঁয়া পাবেন দর্শক।
কাজের ক্ষেত্রে রিচা চাড্ডাকে সম্প্রতি দেখা গেছে কমেডি ঘরানার 'ফুকরে ৩' ছবিতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -