IND vs NZ Semi-Final: ওয়াংখেড়েতে ‘বিরাট’ উদযাপন, রণবীর-ভিকি থেকে আম্বানি পরিবার, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী তারকারাও
বাণিজ্যনগরীতে ক্রিকেট বিশ্বকাপের সেমি ফাইনাল। ঘোষণা থেকেই উত্তেজনায় ফুটছিল মুম্বই। বুধবার তার উত্তাপ টের পাওয়া গেল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে তিলধারণের জায়গা ছিল না এমনিতেই। তার মধ্যেই তারকাদের উপস্থিতিতে চাঁদের হাট বসল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবলিউডের চেয়ে ক্রিকেট স্টেডিয়ামেই ইদানীং কালে বেশি দেখা যায় অনুষ্কা শর্মাকে, নেপথ্যে অবশ্যই ক্রিকেটার স্বামী বিরাট কোহলি। বুধবার মাস্টার ব্লাস্টারকে ছাপিয়ে গিয়েছেন বিরাট। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিলেন অনুষ্কা।
কেরিয়ারের ৫০তম শতরানের পর বিরাটের জন্য যখন বাঁধভাঙা উচ্ছ্বাস স্টেডিয়ামে, অনুষ্কা তখন কার্যতই বাকরুদ্ধ। গ্যালারি থেকে বিরাটের জন্য চুমু ছুড়ে দেন তিনি, পাল্টা উড়ন্ত চুমুতেই জবাব দেন বিরাট।
ক্রিকেট জ্বরের উত্তাপ মেপে দেখতে এদিন ওয়াংখেড়েতে হাজির ছিলেন প্রাক্তন ফুটবল তারকা ডেভিড বেকহ্য়ামও। ক্রিকেট দেখার পাশাপাশি, বলিউড তারকাদের সঙ্গে আলাপও জমান তিনি।
বলিউডের 'দ্য ইট কাপল' সিদ্ধার্থ মালহোত্র এবং কিয়ারা আডবানিও ম্যাচ দেখতে হাজির হন। ম্যাচ চলাকালীন, খুঁটিনাটি তথ্য কিয়ারাকে বোঝাতে দেখা যায় সিদ্ধার্থকে।
গ্যালারিতে আম্বানি পরিবারের উপস্থিতিতও নজর কাড়ে। রণবীর কপূর, সিদ্ধার্থের সঙ্গে দেখা যায় আকাশ আম্বানির স্ত্রী শ্লোকা আম্বানি এবং তাঁর ছেলে পৃথ্বীকে। বিরাটের কৃতিত্বে উচ্ছ্বাস প্রকাশ করেন তাঁরাও।
শুধু পুত্রবধূই নয়, ছেলে আকাশের সঙ্গে ওয়াংখেড়েতে ম্যাচ দেখতে গিয়েছিলেন মুকেশ আম্বানিও। ম্যাচে এতই মগ্ন ছিলেন মুকেশ যে, আর পাঁচজনের মতোই চেয়ারে পা তুলে, গালে হাত দিয়ে পরিস্থিতি পরখ করতে দেখা যায় তাঁকে।
রণবীর এবং আম্বানিদের পাশে গ্যালারিতে উপস্থিত ছিলেন জন অ্যাব্রাহামও। রণবীরের সঙ্গে একান্ত আলোচনার পাশাপাশি, মগ্ন হয়ে ম্যাচ দেখছিলেন জন।
এদিনের ম্যাচে তারকাদের উপস্থিতিতে কাকে ছেড়ে কাকে ধরি অবস্থা হয় পাপারাৎজিদের। তবে এক ফ্রেমে আম্বানি পরিবার, বলিউড এবং ক্রিকেট তারকাদের ধরা সম্ভব হয়। কারণ সেই সময় আম্বানি পরিবার এবং বলিউড তারকাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন হার্দিক পাণ্ড্য।
শুধু ক্রিকেট দেখাই নয়, ওয়াংখেড়ে এদিন কার্যতই তারকাদের আড্ডার আসরে পরিণত হয়। পরস্পরের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন তাঁরা।
সময় বিশেষে আসনও পাল্টাতে দেখা যায় তাঁদের। কখনও রণবীর এবং আম্বানিপুত্র আকাশ পাশাপাশি বসেন, কখনও আবার জন এসে বসেন রণবীরের পাশে।
এদিন ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন ভিকি কৌশলও। তবে ওয়াংখেড়েতে তাঁর পাশে ক্য়াটরিনাকে দেখা যায়নি। ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সঙ্গেই ম্যাচ দেখতে এসেছিলেন তিনি।
সব মিলিয়ে ওয়াংখেড়েতে 'বিরাট' মুহূর্তের সাক্ষী রইল ওয়াংখেড়ে। ইতিহাস ছুঁলেন বিরাট, ক্রিকেট জ্বর অনুভব করলেন বেকহ্যাম, ক্রিকেটের আবেগ, অনুভূতি গায়ে মেখে নিলেন বলিউড তারকারাও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -