Gurmeet-Debina House: বিশাল বিলাসবহুল বাড়ি কিনলেন গুরমিত-দেবিনা, দেখুন অন্দরমহলের ছবি
ছোট পর্দার জনপ্রিয় তারকা জুটি গুরমিত চৌধুরী ও দেবিনা বন্দ্যোপাধ্যায়। নানা সময়ে নানা কারণে তাঁরা চর্চায় থাকেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচলতি বছরই দুই সন্তান এসেছে তাঁদের জীবনে। দ্বিগুণ খুশির হাওয়া দেবিনা - গুরমিতের সংসারে।
সেই খুশি আরও একটু বেশি হল। নতুন বিলাসবহুল বাড়ি কিনলেন তাঁরা।
সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নতুন বাড়ির ছবিও শেয়ার করে নিলেন দেবিনা ও গুরমিত। একরাশ আনন্দ ঝরে পড়ছে তাঁদের চোখে মুখে।
এদিন নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডলে নতুন বাড়ির অন্দরমহলের ছবি পোস্ট করেছেন দুই তারকা। সঙ্গে লিখেছেন, 'নতুন শুরুর উল্লাস'।
দুই তারকার নতুন বাড়ির ছবি পোস্ট হতেই সেখানে কমেন্টে ভরিয়ে দিয়েছেন সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা। সকলেই তাঁদের এই নতুন শুরুকে শুভেচ্ছা জানিয়েছেন।
জানা যাচ্ছে, মুম্বইয়ের এক বিলাসবহুল অ্যাপার্টমেন্টে নতুন বাসস্থান দেবিনা ও গুরমিতের। বাড়ি এখনও সাজানো হয়নি।
দুই তারকা দাঁড়িয়ে থেকে বাড়ি সাজানোর তদারকি করছেন। অফ হোয়াইট রঙের মেঝে এবং দেওয়ালের রঙ আরও বেশি যেন আকর্ষণীয় করে তুলেছে তাঁদের এই নতুন বাসস্থানকে।
প্রসঙ্গত, রামায়ণে একসঙ্গে অভিনয় করেন গুরমিত ও দেবিনা। সেখান থেকেই তাঁদের সম্পর্কের শুরু।
চলতি বছর এপ্রিলে জন্ম হয়েছে তাঁদের প্রথম কন্য়া সন্তানের। দ্বিতীয় সন্তানের জন্ম হয় চলতি বছর নভেম্বরে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -