Low Pressure : হঠাৎ প্রেসার লো? কীভাবে সামাল দেবেন পরিস্থিতি ?

systolic বিপি যদি ১০০ বা তার কম হয়, এবার diastolic বিপি ৬০ এর কম হয়, তাহলে বুঝতে হবে মানুষটির প্রেসার লো।

Low Pressure : হঠাৎ প্রেসার লো? কীভাবে সামাল দেবেন পরিস্থিতি ?

1/10
হাইপ্রেসার যে ভয়ঙ্কর বিপজ্জনক, তা আমরা অল্পবিস্তর সকলেই জানি। উচ্চ রক্তচাপ ডেকে আনতে পারে হার্ট অ্যাটাক, স্ট্রোক। কিন্তু লো ব্লাড প্রেসার ? ততটাই কি প্রাণঘাতী ? কী বলছেন বিশেশজ্ঞ চিকিৎসক ?
2/10
systolic বিপি যদি ১০০ বা তার কম হয়, এবার diastolic বিপি ৬০ এর কম হয়, তাহলে বুঝতে হবে মানুষটির প্রেসার লো।
3/10
হঠাৎ করে প্রেসার লো হয়ে রাস্তার মাঝে জ্ঞান হারালে তো বিপদ ! আবার ধরুন ড্রাইভ করছেন , তখন প্রেসার লো হয়ে ব্ল্যাক আউট হয়ে গেল ভাবুন তো, কত বড় বিদ ঘটতে পারে !
4/10
লো ব্লাড প্রেসারের সমস্যায় ভুগছেন। যদি কারও ব্লাড প্রেসার কম হওয়ার দরুণ নানা শারীরিক সমস্যার সৃষ্টি হয়, তাহলে চিকিৎসার প্রয়োজন।
5/10
মাথা ঘোরা , মাথা ঝিমঝিম করা , সর্বদা দুর্বল লাগা, লো প্রেসারের অন্যতম লক্ষণ।
6/10
অন্তঃস্বত্ত্বা অবস্থায় কারও কারও ব্লাড প্রেসার বাড়ে। কিন্তু তার উল্টোটাও ঘটতে পারে। সন্তান জন্মের পর প্রেসার নর্ম্যালে ফিরে আসা স্বাভাবিক।
7/10
চিকিৎসকরা বলছেন, হঠাৎ করে কারও প্রেসার লো হলে, তার কারণ বুঝে চিকিৎসা করতে হবে। লো প্রেসারের এমনি কোনও ওষুধ নেই, যা সাথে-সাথে প্রেসার বাড়ায়।
8/10
তেমন প্রয়োজন হলে , ওআরএস খাওয়াতে হবে। রোগী ওআরএস খেতে না পারলে, স্যালাইন ওয়াটার দিতে হবে । বাড়িতে নুন জল খাওয়ানো যেতে পারে।
9/10
হার্টের কিছু কিছু সমস্যায় ব্লাড প্রেসার কমে যায় অস্বাভাবিক ভাবে। যাকে হাইপোটেনশন বলা হয়। অর্থাৎ হৃদযন্ত্রের পাম্পিং ক্ষমতায় অক্ষমতার দরুণ এই সমস্যা হওয়া।
10/10
যাঁদের লো প্রেসারের কোনও উপসর্গ নেই, তাঁরা দিব্যই আছেন লো ব্লাড প্রেসার নিয়ে, তাঁদের চিন্তার কারণ তেমন নেই। কিন্তু শরীরে যদি অস্বস্তি বোধ হয়, বিপি যদি স্বাভাবিকের থেকে লো হয়, তাহলে একবার ডাক্তারের পরামর্শ নিন।
Sponsored Links by Taboola