Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Happy Birthday Govinda: অভিনয়ে সেরা হয়েও বলিউডে ব্রাত্য! ষাট ছুঁইছুঁই গোবিন্দ পর্দায় চিরসবুজই
বলিউডে এক বার টাইপকাস্ট হয়ে গেলে বেরনোর উপায় নেই। তাবড় তারকাও এই কথা মানেন। এর সবচেয়ে বড় উদাহরণ গোবিন্দ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশুধু কমেডি ছবির নায়ক হিসেবেই রয়ে গিয়েছেন গোবিন্দ। তাঁর অভিনয় ক্ষমতার কদরই করেনি বলিউড। তা সত্ত্বেও গোবিন্দর মতোই তাঁর কিছু ছবিও এভারগ্রিন।
আর পাঁচটা ডেভিড ধওয়ানের ছবির মতো নয় 'আঁখে'। ছুটির দিনে পরিবারের সঙ্গে দেখতে বসলে হেসে লুটোপুটি খাবেন।
সঞ্জয় দত্তের কেরিয়ারে যখন ভরাডুবি চলছে হাসিনা মান জায়োগে' ছবির দৌলতেই প্রাণ পেয়েছিলেন তিনি। ছবিতে বাড়তি মাত্রা যোগ করেছে অরুণা ইরানি আর গোবিন্দর রসায়ন।
মাচো সলমনের পাশে অন্য কাউকে অতটা মানাত না। বরং 'পার্টনার' ছবিতে গোবিন্দর পাশে থাকতে সলমনকেই পরিশ্রম করতে হয়েছিল।
ধনী পরিবারের দত্তক নেওয়া সন্তান। নিম্নমেধার 'রাজাবাবু' প্রেমে পড়েন শহুরে কন্যের।
কাদের খান আর গোবিন্দ, নব্বইয়ের দশকে হিট ছবির ফর্মুলা। 'কুলি নং ওয়ান' গোবিন্দের কমিক টাইমিং-এর জন্যই জনপ্রিয়।
গোবিন্দ-রবিনা একসঙ্গে অনেক ছবি করেছেন। তবে 'আখিঁয়ো সে গোলি মারে' দেখতেই হবে।
যে মানুষটি সারাজীবন হাসিয়ে এসেছেন, তাঁকে দেখে বুকে কাঁপন ধরা সম্ভব কি? দেখে নিতে পারেন 'কিল দিল'।
অমিতাভ বচ্চন স্ক্রিনে থাকলেও, যাঁর অভিনয় থেকে চোখ সরেনি, তিনি হলেন, 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ' ছবির গোবিন্দ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -