Happy Birthday Kalki Koechlin: জন্মদিনে অভিনয়ের বাইরের অজানা কল্কি কেকলা
আজ জন্মদিন বলিউড অভিনেত্রী কল্কি কেকলার। জন্মদিনে জেনে নেওয়া যাক অজানা কিছু তথ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅভিনেত্রীর পদবী উচ্চারন করতে গেলে কোয়েচলিন মনে হলেও এটি কেকলা হিসেবে উচ্চারন করা হয়।
হিন্দি ছাড়াও আরও বেশ কয়েকটি ভাষা বলতে পারেন কল্কি। ইংরেজি, তালিম, ফরাসি ভাষায় তুখোড় দক্ষতার সঙ্গে কথা বলতে পারেন কল্কি কেকলা।
মুম্বইয়ে যখন কেরিয়ার শুরু করছেন কল্কি, তখন একেবারে শুরুর দিকে বেশ কিছু বিজ্ঞাপনের কাজও করেছেন অভিনেত্রী।
বলিউডে বহু অভিনেত্রীকেই কাস্টিং কাউচের মুখে পড়তে হয়। কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন কল্কিও। নিজেই এক সাক্ষাৎকারে সেকথা জানান।
পড়াশোনাতেও খুবই ভালো ছিলেন কল্কি। এক সাক্ষাৎকারে জানান, যদি তিনি অভিনয় জগতে না আসতেন, তাহলে কেরিয়ার হিসেবে ক্রিমিনাল সাইকোলজিস্ট হতেন।
শোনা যায়, আইফেল টাওয়ার এবং স্ট্যাচু অফ লিবার্টি নির্মানের সময় মুখ্য ইঞ্জিনিয়ার ছিলেন কল্কি কেকলার প্রপিতামহ।
'দেব ডি' ছবিতে অভিনয়ের পর প্রায় দেড় বছর কোনও কাজ পাননি কল্কি।
কলেজে পড়াশোনা করাকালীন লন্ডনের একটি রেস্তোরাঁয় ওয়েটারেরও কাজ করেন কল্কি।
পাহাড়ে শুধু বেড়াতে যেতেই নয়, ট্রেকিং করতেও খুবই ভালোবাসেন কল্কি কেকলা। ছোটবেলায় যখন মানালি বেড়াতে যান, তখন থেকেই ট্রেকিংয়ের নেশা চাপে তাঁর মাথায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -