Hrithik Roshan Birthday: জন্মদিনে ফিরে দেখা হৃতিকের দুর্দান্ত অভিনয়-যাত্রা
প্রথম ছবিতেই 'তারকা' তকমা। তবে এরপর কিছুদিন পথ খুব একটা মসৃণ ছিল না। কিন্তু প্রায় ২২ বছরের কেরিয়ারে বেশ কিছু নজরকাড়া অভিনয় করেছেন হৃতিক। নজর রাখা যাক সেই ছবিগুলোয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকোই মিল গয়া: ২০০৩ সালে মুক্তি পায়। ছবিতে হৃতিককে এমন এক ছেলের চরিত্রে দেখা যায় যার বয়স বেড়ে গেলেও মস্তিষ্ক ১১ বছরেই আটকে। সেখানে তাঁর জাদু নামের এক মহাজাগতিক প্রাণির সঙ্গে আলাপ হয় যে তাঁর গোটা জীবন বদলে দেয়।
চরিত্রটি বেশ কঠিন হলেও নিরীহ রোহিতের চরিত্রে নজরকাড়া অভিনয় করেন হৃতিক। ফের তাঁর অভিনয় দক্ষতা প্রতিষ্ঠিত করেন।
লক্ষ্য: ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ছবি। এই ছবিতে কর্ণ শেরগিলের চরিত্রে অভিনয় করেন হৃতিক। এমন একজন ছেলে কর্ণ যে অনেক বয়স পর্যন্ত নিজের জীবন নিয়ে কী করবে জানত না। কিন্তু তারপর ধীরে ধীরে শৃঙ্খলাপরায়ণ লেফটেন্যান্ট ও ক্যাপটেন হয়ে ওঠে যে কার্গিল যুদ্ধে যায়।
এই ছবিতে নিজের নাচের কেরামতিও দেখান হৃতিক। তাঁর নাচের জন্য 'মেয় অ্যায়সা কিউ হুঁ' গানটি এত জনপ্রিয়তা পায়।
কৃশ: ২০০৩ সালে 'কোই মিল গয়া' ছবির বিপুল সাড়া পাওয়ার পর ২০০৬ সালে তৈরি হয় 'কৃশ'। সেই ভারতীয় 'সুপারহিরো' সিরিজ নিয়ে আসেন হৃতিক।
এই ছবিও বেশ ভাল ব্যবসা করে। এরপর আসে 'কৃশ ৩'। এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবিও আসার কথা শোনা যাচ্ছে।
যোধা আকবর: ঐতিহাসিক গাথা। ষোড়শ শতকের মোঘল সম্রাট আকবর ও তাঁর রাজপুত স্ত্রী যোধা বাইয়ের গল্প বলে হৃতিক-ঐশ্বর্যার এই ছবি।
অভিনেতার শরীরি চালচলন ও কথাবার্তায় তাঁকে সম্রাটের থেকে কম কিছু মনে হয়নি। চোখ ধাঁধানো অভিনয় তাঁকে খ্যাতি এনে দেয়।
অগ্নিপথ: অমিতাভ বচ্চনের কালজয়ী সিনেমার রিমেক। ২০১২ সালে মুক্তি পায় 'অগ্নিপথ'। তবে এই ছবিতে নিজের অভিনয়ের ছাপ রেখেছেন অভিনেতা।
কাঞ্চা চিনার চরিত্রে দেখা যায় সঞ্জয় দত্তকে। তাঁর সঙ্গে হৃতিকের সিনগুলি সত্যিই হাড়হিম করা ছিল। ছবিতে প্রিয়ঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ ও প্রয়াত ঋষি কপূর ছিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -