Happy Birthday Rajpal Yadav: কৌতুক অভিনেতা রাজপাল যাদবের অজানা এই দিকগুলো সম্পর্কে জানা আছে?
আজ জন্মদিন বলিউড অভিনেতা রাজপাল যাদবের। দর্শক বেশিরভাগ ক্ষেত্রেই তাঁকে কৌতুক অভিনেতা হিসেবেই দেখেছেন। বহু ছবিতে অভিনয় করা রাজপাল যাদবের সম্পর্কে জেনে নেওয়া যাক অজানা কিছু তথ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছোট পর্দা দিয়ে অভিনয় জীবন শুরু হয় রাজপাল যাদবের। দুরদর্শনের একটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকের প্রশংসাও পান।
বলিউডে নিজের কেরিয়ার গড়ে তুলতে অনেক স্ট্রাগল করতে হয়েছে রাজপাল যাদবকে। এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, তাঁর বাবা সবসময় চাইতেন যে, তিনি জীবনে অনেক বড় হন। কারণ, তাঁদের পরিবারের আর্থিক পরিস্থিতি ভালো ছিল না। শুরুর জীবনে রোজগারের জন্য অনেক কষ্ট করতে হয় রাজপাল যাদব এবং তাঁর ভাইকে। সেখান থেকে নিজেকে বলিউডে প্রতিষ্ঠিত অভিনেতা হিসেবে গড়ে তুলতে স্ট্রাগল করেন তিনি।
কৌতুক অভিনেতা হিসেবে জনপ্রিয় রাজপাল যাদবের কেরিয়ার একেবারেই কমেডি দিয়ে শুরু হয়নি। বরং, ইন্ডাস্ট্রিতে তিনি পরিচিত হন খলনায়ক হিসেবে। খলনায়ক হিসেবে অভিনয় করে তিনি পুরস্কারও জেতেন।
এক সাক্ষাৎকারে রাজপাল যাদব জানিয়েছিলেন যে, জীবনের শুরু দিনগুলোয় তিনি এবং তাঁর পরিবার যখন চরম আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, তখন লটারির টিকিট কাটার নেশা ছিল তাঁর। দাদার কাছ থেকে টাকা নিয়ে লটারির টিকিট কাটতেন। তার জন্য দাদার কাছে বকুনিও খেয়েছেন।
হলিউড ছবিতে অভিনয় করার স্বপ্ন ছিল রাজপাল যাদবের। তাঁর স্বপ্ন সত্যি হয় ২০১৪ সালে। অভিনয় করেন, 'ভোপাল- আ প্রেয়ার ফর রেন' ছবি দিয়ে।
২০০৩ সালে রাধা যাদবকে বিয়ে করেন রাজপাল যাদব। বিভিন্ন সূত্রে জানা যায়, কানাডায় একবার শ্যুটিং করতে গিয়ে তাঁর দেখা হয় রাধা যাদবের সঙ্গে।
বহু হিট ছবিতে অভিনয় করেছেন রাজপাল যাদব। 'চুপ চুপ কে', 'ভুলভুলাইয়া' এবং আরও নানা ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয় দর্শকমহলে।
বেশ কিছু ছবিতে তিনি মুখ্য চরিত্রেও অভিনয় করেছেন। কখনও তাঁকে দেখা গিয়েছে 'সেলফি ডন'-এর চরিত্রে। আবার কখনও 'বাঁকে কি ক্রেজি বারাত' ছবিতে।
তবে, শুধু কৌতুক অভিনেতা হিসেবেই নয়, 'ম্যায় মেরি পত্নী অউর উও' ছবিতে সিরিয়াস চরিত্রে অভিনয় করেও নজর কাড়েন রাজপাল যাদব। তাঁকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -