Holi 2022 India: হোলির আগেই রঙিন মথুরা
প্রতিবছর বসন্তে রঙিন হয়ে ওঠে সারা ভারত। প্রকৃতি থেকে সামাজিক আচার সবেতেই লাগে রঙের ছোঁয়া। কারণ এই সময়েই হয় দোল উৎসব। উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে যাকে হোলি বলা হয়। এটা এমন একটা উৎসব যা আপামর ভারতে পালিত হয়। তবে কিছু কিছু এলাকায় হোলির উৎসবে জড়িয়ে থাকে নানা ধরনের আঞ্চলিক প্রথা। চলেও দীর্ঘদিন ধরে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতেমনই একটি জায়গা হল মথুরা। ভারতীয় সংস্কৃতির সঙ্গে আপাদমস্তক জড়িত উত্তরপ্রদেশের এই এলাকা। কৃষ্ণভক্ত তো বটেই হিন্দুদের অন্যতম তীর্থস্থান হিসেবে মানা হয় মথুরাকে। এখানে বিশাল বড় করে পালিত হয় হোলি। চলে ৪০ দিন ধরে। পালিত হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও।
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই উৎসব। শুধু স্থানীয় বাসিন্দা নন। এখানে হোলি উদযাপন করতে সারা দেশ থেকে আসেন উৎসাহীরা।
লাঠ মার হোলি থেকে ফুলো কি হোলি। বিভিন্নভাবে আয়োজিত হয় এই হোলি। রংভরনি একাদশীর দিন থেকে শুরু হয় এই উৎসব।
বাঁকেবিহারী মন্দিরে রং খেলতে যোগ দেন দেশের নানা কোণা থেকে আসা উৎসাহীরা। বিদেশ থেকেও আসেন ভক্তরা।
মথুরায় প্রচলিত লাঠমার হোলি। হোলির মাঝেই মাথার উপর ঢাল ধরে বসে থাকেন পুরুষরা। সেই ঢালে লাঠি দিয়ে আঘাত করেন মহিলারা। এটিই লাঠমার হোলি।
ফুলোওয়ালি হোলিও উদযাপন করা হয়। বাঁকেবিহারী মন্দিরে পালিত হয় এই অনুষ্ঠান। মথুরায় বিশেষ রীতিতে হোলির অনুষ্ঠানে মাতেন বিধবা মহিলারাও। আবির থেকে নানা ধরনের রং ব্যবহার করে হোলিতে মাতেন মথুরাবাসী।
শুধু উৎসবই নয়, এর সঙ্গে জড়িয়ে প্রাচীন ভারতীয় সংস্কৃতির নানা পরত। সঙ্গে জড়িয়ে থাকে সম্প্রীতির বার্তাও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -