Happy Birthday Saurabh Shukla: সৌরভ শুক্ল: যাঁর পাশে তাবড় নায়ককেও ফিকে লাগে
আজ জন্মদিন বলিউডে অন্যতম দাপুটে অভিনেতা সৌরভ শুক্লর। 'সত্যা', 'বরফি', 'জলি এলএলবি', 'পিকে' হোক কিবা 'রেইড', একাধিক ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন। সৌরভ শুক্ল এমনই একজন অভিনেতা যাঁর পাশে বলিউডের নামী-দামী তাবড় সমস্ত অভিনেতাদেরও ফিকে লাগে। আজ এমন একজন অভিনেতার জন্মদিনে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appথিয়েটার থেকে রুপোলি পর্দা কাঁপানো অভিনেতার নাম সৌরভ শুক্ল। অভিনেতা হিসেবে তাঁর থিয়েটারে জার্নি শুরু হয় ১৯৮৬ সালে। তাঁর অভিনয়ে মুগ্ধ হয়ে তাঁকে বলিউডে প্রথম সুযোগ দেন শেখর কপূর। প্রথম ছবি 'ব্যান্ডিট কুইন' ছবিতে দাপটে অভিনয় করেন।
পরিচালক রামগোপাল ভার্মার কালজয়ী ছবি 'সত্যা' সৌরভ শুক্লর কেরিয়ারের অন্যতম বড় ব্রেক। এই ছবিতে তিনি শুধু অভিনয়ই করেননি। ছবির স্ক্রিন রাইটারও তিনিই। তাঁর অভিনীত 'কাল্লু মামা' চরিত্র আজও মনে গেঁথে রয়েছে দর্শকদের।
সিরিয়াস চরিত্র হোক কিংবা কমেডি, যেকোনও চরিত্রতেই দক্ষতার সঙ্গে অভিনয় করে দর্শকদের অন্যতম পছন্দের অভিনেতা সৌরভ শুক্ল। তিনি ছবিতে থাকা মানে, সেই ছবির মান আরও খানিকটা বেড়ে যায় বৈকি।
বহুমুখী প্রতিভার অধিকারী অভিনেতা সৌরভ শুক্ল। অভিনয়ে যেমন তাঁর প্রতিপক্ষ খুঁজে পাওয়া মুশকিল। তেমনই জানা যায়, টেবল টেনিসেও তিনি তুখোড়। রাজ্য ও জাতীয় স্তরে এক সময় চুটিয়ে টেবল টেনিস খেলেছেন।
বলিউড অভিনেতা সৌরভ শুক্লর প্রথম ভালোবাসা অবশ্যই থিয়েটার। অভিনয়ের পাশাপাশি বই পড়তে খুবই ভালোবাসেন তিনি। শ্যুটিংয়ের ফাঁকেও সময় পেলেই বই পড়ে নেন।
শুধু ক্যামেরার সামনেই নিজের কেরিয়ারকে সীমাবদ্ধ করে রাখেননি সৌরভ শুক্ল। তিনি বহু ছবি যেমন লিখেছেন। তেমন পরিচালনাও করেছেন। ছোট পর্দা থেকে বড় পর্দা, সমস্ত জায়গাতেই মনে দাগ কেটে যাওয়ার মতো অভিনয় করেছেন।
ছোট থেকেই সৌরভ শুক্লর স্বপ্ন ছিল তিনি ছবি তৈরি করবেন। অভিনয় করতে করতেই তাই পরিচালনাও করেছেন বেশ কিছু ছবি। সৌরভ শুক্লর পরিচালিত ছবিও সাফল্য পায়।
অভিনয় জগতের অন্যতম বড় নাম সৌরভ শুক্লর পরিবারের সদস্যরা সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত। তাঁর মা দেশের প্রথম তবলা শিল্পী। আর তাঁর বাবা একজন কণ্ঠশিল্পী।
সাধারণত ছোটবেলায় যখন বাবা-মায়েরা ছেলেমেয়েদের সিনেমা দেখা থেকে বিরত রাখেন, তখন সৌরভ শুক্লর বাবা-মা তাঁকে সপ্তাহে অন্তত চারটি ছবি দেখার কথা বলতেন। বহুমুখী প্রতিভার অধিকারী সৌরভ শুক্লকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -