Sidharth Malhotra Birthday: 'শেরশাহ' থেকে 'এক ভিলেন', সিদ্ধার্থ মলহোত্রর কিছু দুর্দান্ত পারফর্ম্যান্স
২০১০ সালে সহ পরিচালক হিসেবে বলিউডে পথচলা শুরু করেন সিদ্ধার্থ মলহোত্র। 'মাই নেম ইজ খান' ছবিতে সহ পরিচালনার কাজ করেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১২ সালে 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবির হাত ধরে অভিনয় জগতে পথচলা শুরু।
২০১৪ সালে মুক্তি পায় তাঁর দুটি ছবি। 'হসি তো ফসি' ও 'এক ভিলেন'।
২০১৫ সালে মুক্তি পায় অক্ষয় কুমার ও সিদ্ধার্থ মলহোত্র অভিনীত 'ব্রাদার্স'।
২০১৬ সালে সিদ্ধার্থ ফের আলিয়া ভট্টের সঙ্গে সিনেমা করেন। ছবির নাম 'কপূর অ্যান্ড সন্স'। ছিলেন ফাওয়াদ খানও।
ওই বছরেই মুক্তি পায় সিদ্ধার্থ ও ক্যাটরিনা কাইফ অভিনীত 'বার বার দেখো'। ছবির 'কালা চশমা' গান এখনও অনেকের প্রিয় 'ডান্স নাম্বার'।
২০১৭ সালে মুক্তি পায় 'এ জেন্টলম্যান'। ছবিতে অভিনয়ের পাশাপাশি 'বন্দুক মেরি ল্যায়লা' গানে কণ্ঠও দেন তিনি।
২০২১ সালে মুক্তি পায় 'শেরশাহ'। কিয়ারা আডবাণীর সঙ্গে এই ছবিতেই প্রথম জুটি বাঁধেন তিনি। প্রশংসা পান দর্শকের।
২০২২ সালে মুক্তি পেয়েছে 'থ্যাঙ্ক গড', যদিও বিশেষ সাফল্য পায়নি এই ছবি।
২০২৩ সালে তাঁর দুটি ছবি মুক্তির অপেক্ষায়। রশ্মিকা মান্দানার সঙ্গে 'মিশন মজনু'র শ্যুটিং শেষ। অন্যদিকে কাজ চলছে 'যোদ্ধা' ছবির।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -