IND vs NZ: সামনেই নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ, নজরে যে সাত প্লেয়ার
.বছরের শুরুটা দুর্দান্ত হয়েছে বিরাট কোহলি। জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছেন এরমধ্যেই। সামনে কিউয়িদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও বিরাটের ব্যাট কথা বলবে, এই আশায় ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে তিনটি ওয়ান ডে ম্যাচে শতরান হাঁকালেন সচিন তেন্ডুলকরকে ছুঁয়ে ফেলবেন বিরাট শতরান করার নিরিখে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটি-টোয়েন্টি ফর্ম্যাটে এই মুহূর্তে বিশ্বের সেরা ব্য়াটার সূর্যকুমার যাদব। কিন্তু ওয়ান ডে ফর্ম্যাটেও তিনি রান করবেন, এমনই চাইছেন সবাই।
বিদর্ভের হয়ে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্মার। গত আইপিএলে পঞ্জাব কিংসের জার্সিতে দারুণ খেলেছেন। জিতেশ শর্মাকেও দেখতে চাইছেন ক্রিকেট সমর্থকরা।
মুম্বইয়ের জার্সিতে ঘরোয়া ক্রিকেটে একের পর এক বিধ্বংসী ইনিংস খেলে তাক লাগিয়ে দিয়েছেন পৃথ্বী শ। টি-টোয়েন্টি ফর্ম্যাটে ওপেনার হিসেবে নিঃসন্দেহে দলে ঢুকে পড়বেন তরুণ এই ডানহাতি ব্যাটার।
সীমিত ওভারের ফর্ম্যাটে জাতীয় দলের অঙ্গ হয়ে উঠেছেন ক্রমশ। দেশের জার্সিতে ওয়ান ডে ও টি-টোয়েন্টি ফর্ম্যাটে দ্রুততম বল করার নজিরও গড়েছেন। আসন্ন সিরিজেও উমরনের দিকে নজর থাকবে।
টেস্ট দলে ঋষভ পন্থের বিকল্প হিসেবে রয়েছেন তিনি। কিন্তু কে এস ভরতকে সাদা বলের ফর্ম্যাটেও পরখ করে দেখতে পারে টিম ম্য়ানেজমেন্ট।
রবীন্দ্র জাডেজার অনুপস্থিতিতে নিজের গুরুত্ব বুঝিয়েছেন ওয়াশিংটন সুন্দর। বাঁহাতি এই অলরাউন্ডার আসন্ন সিরিজেও নিজের ছাপ রাখতে চাইবেন সুযোগ পেলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -